স্বাস্থ্যসাথী কার্ডে নো রিফিউজাল চালু করতে হবে। সোমবার নিউটাউনে প্রিয়ম্বদা বিড়লা ইনস্টিটিউট অফ নার্সিংয়ে ৪৭টি বেসরকারি হাসপাতাল কর্তাদের সঙ্গে বৈঠকে এই মর্মে সুপারিশ করেছেন স্বাস্থ্য কমিশনের সদস্যরা।

কমিশনের পক্ষ থেকে ডাঃ সুকুমার মুখোপাধ্যায়, ডাঃ মাখনলাল সাহা, সুতীর্থ ভট্টাচার্যরা জানিয়েছেন, বেসরকারি হাসপাতাল স্বাস্থ্যসাথী কার্ডে রোগী ভর্তি না নিলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। তাঁদের সাফ কথা, স্বাস্থ্যসাথী কার্ডে রোগীকে ফেরানো যাবে না। ‘নো রিফিউজাল’ চালু করতে হবে। ন্যূনতম দশ শতাংশ বেড সংরক্ষণ রাখতে হবে স্বাস্থ্যেসাথী কার্ডের জন্য। এই বিষয়ে ‘জিরো টলারেন্স’ নীতি নিয়ে এগোতে চাইছে স্বাস্থ্য কমিশন। এছাড়া হাসপাতালের কাছ থেকে বিগত তিনটি অর্থবর্ষের হিসেব চেয়ে পাঠিয়েছে স্বাস্থ্য কমিশন। এর পাশাপাশি কমিশনের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়, বেসরকারি হাসপাতালে চিকিৎসার খরচ কমাতে হবে। তাঁরা বেসরকারি হাসপাতালের মেডিসিন, টেস্ট, চিকিৎসা সামগ্রীর খরচ খতিয়ে দেখার সুপারিশ করেন। রাজ্য স্বাস্থ্য নিয়ন্ত্রক কমিশনের চেয়ারম্যান প্রাক্তন বিচারপতি অসীমকুমার বন্দ্যোপাধ্যায় জানান, বেসরকারি হাসপাতালের ওষুধ, চিকিৎসা সংক্রান্ত টেস্ট, চিকিৎসা সামগ্রীর দাম পুনর্বিবেচনা করলে রোগীর চিকিৎসা খরচ অনেক কমে আসবে। সমস্ত চিকিৎসা সংক্রান্ত খরচ নির্ধারিত করা উচিত।

আরও পড়ুন – মোরে আরো দাও প্রাণ: লন্ডনে ভারতীয় হাই কমিশন গানে মাতালেন মমতা

_


_


_

_

_

_
_

_

_