Monday, August 25, 2025

অল বেঙ্গল তৃণমূল গ্রীন ফায়ার ক্র্যাকারস ম্যানুফ্যাকচারিং ওয়ার্কার্স ইউনিয়ন পক্ষ থেকে সারা বাংলা জুড়ে সেফটি অ্যাওয়ারনেস প্রোগ্রামের উদ্বোধন হল। দক্ষিণ ২৪পরগনার মহেশতলার বাটানগরের টেকনো ইন্টারন্যাশনাল কলেজে আয়োজন হয় অনুষ্ঠানটি। উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ও INTTUC এর সহসিভাপতি শক্তিপদ মন্ডল, বজবজ ১ পঞ্চায়েত সমিতির সভাপতি কানাইলাল দাস, কাউন্সিলর অলোকা মাইতি এবং ছিলেন ফ্যাক্টরী ডিপার্টমেন্ট-এর কেমিক্যাল ইঞ্জিনিয়ার জয়দেব মন্ডল ও অন্যান্যরা।

প্রতিবছরই বাজি কারখানায় আগুন লাগার কারণে বহু মানুষের মৃত্যু হয় এবং হয় ক্ষতি করে। পাশাপাশি পরিবেশ দূষণের পরিমান কমানোর জন্য গ্রীন বাজি বিক্রি যাতে আরো বেশি করে করা যায় তা নিয়ে আজকের এই অনুষ্ঠান। আতসবাজি তৈরি সাথে জড়িয়ে রয়েছে বাংলার বহু মানুষ তাই তাদের বাজি বানানোর সময় যাতে দুর্ঘটনা না ঘটে তা নিয়ে বিভিন্ন সতর্কতামূলক দিক ব্যাখ্যা করে ফ্যাক্টরি ডিপার্টমেন্টের কর্তারা।

মূলত এদিনের এই সচেতনতামূলক অনুষ্ঠানে ছিলেন বিভিন্ন বাজি বিক্রেতারা ও বাজি প্রস্তুতকারকরা। দার্জিলিং, জলপাইগুড়ি পুরুলিয়া,বাঁকুড়া, বর্ধমান, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব ও পশ্চিম মেদিনীপুর থেকে বাজি প্রস্তুতকারীরা এই অনুষ্ঠানে যোগ দেয়। প্রসঙ্গত, গ্রীন বাজির ব্যবহার এবং বাজি প্রস্তুত করার সাথে বিভিন্ন সচেতনতামূলক অনুষ্ঠান রাজ্যের বিভিন্ন জায়গায় করার কথা বলেছেন INTTUC এর সহ-সভাপতি শক্তিপদ মন্ডল। তবে প্রশ্ন ওঠে বাজি বানানোর সময় কি কি জিনিস করা উচিত যার ফলে দুর্ঘটনা ঘটবে না? সেই বিষয় এদিনের অনুষ্ঠানে বাজি প্রস্তুতকারকদের বলা হয় প্রত্যেকটা কোম্পানির একটা জায়গা কপার প্লেট থাকবে যেখানে কর্মীরা কাজ শুরুর আগে দুহাত দিয়ে দু মিনিট ওই কপার প্লেট ধরে থাকবেন কারণ মানব শরীরে অনেক সময় ইলেকট্রিক থাকে ফলে ওই কপার প্লেটে হাত দিয়ে থাকলে সেটি বাইপাস হয়ে যায় আর দুর্ঘটনার সম্ভাবনা কমে যায় পাশাপাশি বাজির ফ্যাক্টরীতে ধূমপান করা যাবে না, ফ্যাক্টরীগুলোতে জলের রিজার্ভার থাকবে এবং অগ্নিনির্বাপক রাখতে হবে যথেষ্ট পরিমান রাখতে হবে এবং সবচেয়ে উল্লেখযোগ্য এবার থেকে সূর্যের আলো যতক্ষণ থাকবে ততক্ষণই বাজি তৈরি করা হবে অর্থাৎ অন্ধকারে এবার থেকে আর বাজি তৈরি কাজ হবে না বলেই সিদ্ধান্ত নেওয়া হয় অল বেঙ্গল তৃণমূল গ্রীন ফায়ার ক্র্যাকারস ম্যানুফ্যাকচারিং ওয়ার্কার্স ইউনিয়ন পক্ষ থেকে।

 

Related articles

বদমেজাজি! আমার ছবি এমনিও হলে চলে না, অকপট স্বীকারক্তি অঞ্জন দত্তের 

অভিনেতা–পরিচালক অঞ্জন দত্তকে নিয়ে দীর্ঘদিন ধরেই রয়েছে নানা বিতর্ক। অনেকেই তাঁকে ‘ঠোঁটকাটা’ বা ‘বদমেজাজি’ আখ্যা দেন। তবে এ...

চাঞ্চল্যকর ঘটনা পূর্ব মেদিনীপুরে! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক

রোমহর্ষক ঘটনা! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর...

একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস! মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

আগামিকাল, মঙ্গলবার বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে...

বিদ্যাপতি সেতুর সংস্কার শুরু, ধাপে ধাপে সরানো হবে দোকান

শিয়ালদহ ফ্লাইওভার বা বিদ্যাপতি সেতুর সংস্কার কাজ শুরু করতে চলেছে কেএমডিএ। তার আগে সেতুর নীচে গড়ে ওঠা দোকানগুলিকে...
Exit mobile version