এ যেন মীরাট কাণ্ডের রিমেক। মীরাটের স্মৃতি ফিকে হয়নি এখনও। একইভাবে স্বামীকে খুন করার অভিযোগ উঠল স্ত্রীর বিরুদ্ধে। এবারের ঘটনাস্থল যোগী রাজ্যের আউরিয়া (Auraiya) জেলা। এখানেও স্বামীকে খুন করতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে প্রেমিক। নিশ্চয়ই ভাবছেন কী হয়েছিল? জানা গিয়েছে, বিয়ের মাত্র দু সপ্তাহ পার হতেই, প্রেমিকের সঙ্গে ষড়যন্ত্র করে স্বামীকে পরপারে পাঠিয়েছে স্ত্রী।

এই জন্য ‘সুপারি কিলার’ নিয়োগ করা হয় বলেও অভিযোগ। স্বামীকে খুনের জন্য ভাড়া করা খুনিদের দেওয়া হয়েছিল ২ লক্ষ টাকাও।যদিও শেষ রক্ষা হয়নি। পুলিশের হাতে ধরা পড়ে গিয়েছেন তিনজনেই। পুলিশ জানিয়েছে, ওই মহিলা, তার প্রেমিক এবং যাকে ভাড়া করা হয়েছিল, তিনজনকেই গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২৫ বছর বয়সি দিলীপ যাদবের সঙ্গে বিয়ে হয়েছিল প্রগতি যাদবের।কিন্তু এই বিয়ে নিয়ে মোটেই খুশি ছিলেন না ২২ বছরের প্রগতি। কারণ, তার সঙ্গে গত চার বছর ধরে সম্পর্ক ছিল অনুরাগ যাদব নামে এক যুবকের। সেই সম্পর্ক মেনে নেয়নি তাদের পরিবার। গত ৫ তারিখে জোর করেই দিলীপের সঙ্গে বিয়ে দেওয়া হয় প্রগতির। তারপরেই প্রেমিকের সঙ্গে পরিকল্পনা করে দিলীপকে মেরে ফেলার পরিকল্পনা করেন প্রগতি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত বুধবার একটি জমি থেকে দিলীপকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। তার শরীরে একাধিক গুলির চিহ্ন ছিল।প্রথমে তাকে নিয়ে যাওয়া হয় বিধুনার স্বাস্থ্যকেন্দ্রে।সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে মধ্যপ্রদেশের(madhyapradesh) গোয়ালিয়র হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাকে আনা হয় আউরিয়ার হাসপাতালে। সেখানেই গত শুক্রবার রাতে মৃত্যু হয় দিলীপের। এই নিয়ে সহর থানায় অভিযোগ জানান দিলীপের ভাই।তদন্তে পুলিশ জানতে পারে, বিয়ের পর থেকেই প্রেমিকের সঙ্গে দেখা করতে পারছিলেন না প্রগতি। আউরিয়ার পুলিশ সুপার অভিজিৎ আর শঙ্কর জানিয়েছেন, এই কারণে প্রগতি এবং তার প্রেমিক দিলীপকে খুনের ছক করে।রামাজি চৌধুরী নামের একজন ভাড়াটে খুনির সঙ্গে যোগাযোগ করেন তারা। দিলীপকে মারার জন্য তাকে ২ লক্ষ টাকা দেওয়া হয়। তিনজনকেই গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ‘সুপারি’ পাওয়ার পরে রামাজি এবং আরও কয়েকজন দিলীপকে মোটরসাইকেলে করে জমির দিকে নিয়ে গিয়েছিল। সেখানেই তাকে মারধর করার পরে গুলি করে পালিয়ে যায় রামাজি। সিসিটিভি ফুটেজ এবং অনান্য তথ্যের ভিত্তিতে এই খুনের ঘটনায় প্রগতি-সহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় আরও কেউ যুক্ত আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।


–


–

–

–

–
–

–

–