খাস কলকাতায় মহিলাকে মারধর। প্রকাশ্য রাস্তায় আস্ত ইট দিয়ে আঘাত করা হয় তাঁকে। সল্টলেকের চিংড়িঘাটা সংলগ্ন শান্তিনগর অঞ্চলের ঘটনা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত তরুণী হাওড়ার বাসিন্দা। চিংড়িঘাটার শান্তিনগরে ভাড়া বাড়িতে বান্ধবীর সঙ্গে থাকেন তিনি। তরুণীটি ও তার বান্ধবী হাওড়া থেকে একটি গাড়িতে শান্তিনগরে ফিরছিলেন। গাড়িটি পার্ক করতে বাধা দেয় কয়েকজন মদ্যপ যুবক। এই নিয়ে বিতর্কের পর বিধাননগর পুলিশ দু’জন যুবককে গ্রেফতার করে। তবে, পরের দিনই তারা জামিন পেয়ে যান।

এরপরই ওই মহিলাকে তাঁদের ফ্ল্যাটের নিচে ডেকে পাঠায় ওই দুজন ব্যক্তি। অভিযোগ, নিচে পৌঁছতেই তাঁদের উপর তাঁদের উপর হামলা চালানো হয়। এরপরই টিঙ্কু মণ্ডল নামের ওই অভিযুক্ত ইট দিয়ে ওই মহিলাকে মারতে থাকে। মারের আঘাতে আহত হন ওই মহিলা। দিদিকে বাঁচাতে আক্রান্ত হন ওই তরুণীর ভাইও। এরপর আবার বিধান নগর সাউথ থানায় অভিযোগ দায়ের করেন টিঙ্কু মণ্ডল ও তার সঙ্গীর বিরুদ্ধে। এরপর বেশ কয়েকদিন কেটে গেলেও এখনও পর্যন্ত অধরা অভিযুক্ত টিঙ্কু মণ্ডল। আতঙ্কে দিন কাটাচ্ছে ওই মহিলা ও তাঁর বান্ধবী। ঘটনার পর পর, এলাকার মানুষ এই ধরনের সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।

আরও পড়ুন- রাজ্যের পঞ্চায়েত ব্যবস্থাকে স্বচ্ছ – দুর্নীতিমুক্ত করতে উদ্যোগ! চালু হচ্ছে নতুন পোর্টাল

_


_


_

_

_

_
_

_

_