Monday, November 17, 2025

মহিলাদের নিয়ে মন্তব্যে শালীনতার সব মাত্রা ছড়ালেন দিলীপ! নিন্দা সব মহলে

Date:

এক কথায় কার্যত ‘ঘরছাড়া’, পদছাড়া দিলীপ ঘোষ (Dilip Ghosh)। না বিধায়ক, না মন্ত্রী। সেই কারণেই বোধহয় ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তাঁর পুরনো কেন্দ্রে প্রার্থী হতে মরিয়া হয়ে বাজার গরম করা শুধু করেছেন বিজেপি (BJP) নেতা। পুরনো স্টাইলে বেলাগাম কুকথার ফোয়ারা ছোটাচ্ছেন দিলীপ। মহিলাদের ‘বাপ, চোদ্দ পুরুষ’ তুলে আক্রমণ করার পর এবার তাঁর মুখে ‘পুতনা’ বাণ! খড়গপুরে তাঁকে ঘিরে বিক্ষোভ দেখানো মহিলাদের তুলনা করলেন মহাভারতের ‘পুতনা’ রাক্ষসীর সঙ্গে।

বুধবার নদিয়া গাংনাপুরে এক দলীয় সভায় বক্তব্য রাখতে গিয়ে খড়গপুরে তাঁকে ঘিরে বিক্ষোভ দেখানো মহিলাদের আক্রমণ করে দিলীপ বলেন, এই পুতনাদের বুকের উপর দিয়ে গাড়ি চালাব। আমি সেদিন কটা পুতনাকে তাড়া করেছিলাম। বলেছিলাম গাড়ি চালিয়ে দেব বুকের উপর দিয়ে। কিছু সেকুলারের খুব কষ্ট হয়েছিল, মেয়ে বলে। ভাই, তোরা তো মেয়েদের ভোগের বস্তু বলে মনে করিস। কোনও দিন তে প্রমাণ করিসনি। আমরা মা সীতা, মা দ্রৌপদীকে মায়ের আসনে বসিয়েছি। মায়ের আসনে সীতাকে বসাব, পুতনাকে বসাব না। এই পুতনাদের বুকের উপর দিয়ে গাড়ি চালাব আমরা। তাঁর এই বচন নিয়ে ফের রাজনৈতিক মহলে স্বভাবতই সমালোচনা শুরু হয়েছে।

প্রসঙ্গত সাংসদ থাকাকালীন দেওয়া টাকায় রাস্তার উদ্বোধন করতে সম্প্রতি খড়গপুর শহরে ৬ নম্বর ওয়ার্ডে যান দিলীপ ঘোষ। সেখানে তাঁকে স্থানীয় মহিলারা প্রশ্ন করেন, “দাদা এত দিন কোথায় ছিলেন? সাংসদ থাকা অবস্থায় তো আপনাকে এক দিনের জন্যও দেখতে পাইনি। এখন আমাদের কাউন্সিলর রাস্তা তৈরি করে দেওয়ার পর আপনি এসেছেন?“ প্রশ্ন শুনেই মেজাজ হারান প্রাক্তন বিজেপি সাংসদ। মহিলাদের উদ্দেশে বলেন, “আমি টাকা দিয়েছি। কারও বাপের টাকা নয়! যাও গিয়ে প্রদীপ সরকারকে জিজ্ঞেস করবে, যাও।“ এই কথা শুনে স্বভাবিক ভাবেই রেগে যান স্থানীয়রা। এক মহিলা সরাসরি বলেন, “আপনি বাপ তুললেন কেন? আপনি সাংসদ ছিলেন।“ পাল্টা দিলীপকে বলতে শোনা যায়, “শুধু বাপ নয়, চোদ্দোপুরুষ তুলব।“ এর পরেই চরম উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়। মহিলাদের উদ্দেশে বেলাগাম আক্রমণ করে দিলীপ বলেন, “এই চেঁচাবে না, গলা টিপে দেব। টাকা দিয়েছি…।“ পরিস্থিতি আরও উত্তপ্ত হতেই সেখান থেকে নিরাপত্তারক্ষীদের ঘেরা টোপে নিরাপদে বেরিয়ে আসেন দিলীপ।

এর আগেও বহুবার নানা কটূক্তি করেছেন বিজেপি নেতা দিলীপ। মহিলাদের এমনকী স্বয়ং মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করেও অশালীন মন্তব্য করতে দেখা গিয়েছে তাঁকে। বিধায়ক পদ নেই, সাংসদ পদ নেই, দলের রাজ্য সভাপতির পদও নেই। তবে, দিলীপ আছেন দিলীপেই।

আরও পড়ুন- গৃহবধূর মদতেই ‘আয়কর অফিসার’ সেজে ডাকাতি! গ্রেফতার সিআইএসএফের ইন্সপেক্টর সহ ৮

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

ঝাড়খণ্ডের দুমকায় বিধবাকে পুড়িয়ে খুন! প্রেমিক গ্রেফতার, পলাতক স্ত্রী

ঝাড়খণ্ডের দুমকা জেলায় নৃশংস হত্যাকাণ্ড! শিকারিপাড়া থানা এলাকার সীতাশাল গ্রামে তিন বছরের সম্পর্কে থাকার পর ২১ বছরের বিধবা...

অসাংবিধানিক মন্তব্য! রাজ্যপালকে ধুয়ে দিলেন কল্যাণ, দিলেন পাল্টা চ্যালেঞ্জ

চূড়ান্ত অসাংবিধানিক এবং কুরুচিকর মন্তব্য বিজেপির ‘দলদাস’ রাজ্যপাল বোসের! একজন রাজ্যপাল কীভাবে এমন কুরুচিকর মন্তব্য করতে পারেন? শ্রীরামপুরের...

ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে শিক্ষক নিয়োগ, মঙ্গলবার শুরু এসএসসির ইন্টারভিউ 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) ইতিমধ্যেই প্রকাশ করেছে প্রায় ২০ হাজার নামের প্রার্থী তালিকা। আগামীকাল, ১৮ নভেম্বর থেকে শুরু...

অবাস্তব কাজের চাপ: বাংলার পর কেরল, আত্মঘাতী BLO, কাঠগড়ায় কমিশন

দেশের ১২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এক অবাস্তব পদ্ধতিতে এসআইআর প্রক্রিয়া চালু করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন (Election...
Exit mobile version