Saturday, May 17, 2025

মমতার বক্তৃতা শুনতে তুমুল আগ্রহ অক্সফোর্ডে, ৪৮ ঘণ্টা আগেই পূর্ণ দর্শকাসন

Date:

Share post:

কুণাল ঘোষ, সফরসঙ্গী

এখনও বাকি পুরো একটা দিন। তার আগেই অক্সফোর্ডের কেলগ কলেজে (Kellogg College) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বক্তৃতা সভার দর্শক আসন পূর্ণ। এই সভায় উপস্থিত থাকার জন্য উপচে পড়ছে আবেদন। আসন ভর্তি হয়ে (ticket sold out) যাওয়ায় এবার অনলাইনে এই মুহূর্তের সাক্ষী হতে চাইছেন অনেকে। ফলে কলেজের তরফে দেওয়া লাইভ স্ট্রিমিং-এ (live streaming) হাজির থাকার চেষ্টা চালাচ্ছেন আগ্রহীরা।

বিশ্ব বিখ্যাত অক্সফোর্ড ইউনিভার্সিটি (Oxford University) আমন্ত্রণে লন্ডনে গিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। সেখানে গিয়ে পরপর দুদিন তুলে ধরেছেন উন্নত বাংলার ছবি। পশ্চিমবঙ্গে লগ্নি করতে আহ্বান জানিয়েছেন বিনিয়োগকারীদের। আর সেই কথায় সমর্থন জানিয়েছেন লন্ডনে ভারতীয় হাই কমিশনার (Indian High Commissioner)। তবে এই সফরের মূল আকর্ষণ মুখ্যমন্ত্রীর অক্সফোর্ডের বক্তৃতা। সেখানেই সাক্ষী থাকতে চাইছেন অনেকে।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কলেজের সেমিনারে অংশগ্রহণ আমন্ত্রণমূলক। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তার কথা মাথায় রেখে কেলগ কলেজ (Kellogg College) হাবে ওই আলোচনাসভায় প্রবেশ অবাধ করা হয়েছে। অগ্রিম আসন সংরক্ষণও (ticket booking) শুরু হয়ে গিয়েছে। আর সেখানেই চমক! ৪৮ ঘণ্টা বাকি থাকতেই সব আসন পূর্ণ হয়ে গিয়েছে (sold out)।

এবার অনলাইনে বাংলার মুখ্যমন্ত্রীর বক্তৃতা শুনতে চাইছেন অনেকে। কলেজের দেওয়া লিঙ্কে যোগ দিয়ে ‘লাইভ স্ট্রিমিং’-এ বক্তৃতা শুনতে চাইছেন আগ্রহীরা।

এই মুহূর্তে অক্সফোর্ডে পড়ুয়ার সংখ্যা সবচেয়ে বেশি কেলগ কলেজেই (Kellogg College)। সেই ‘কলেজ-হাব’-এ বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল পাঁচটায় শুরু হবে সেমিনার। শিরোনাম ‘সামাজিক উন্নয়ন- বালিকা, শিশু এবং নারীর ক্ষমতায়ন’। বাংলার মুখ্যমন্ত্রী ছাড়াও থাকবেন কলেজের সভাপতি অধ্যাপক জোনাথন মিচি এবং এই কলেজেরই ‘ফেলো’ তথা শিল্পোদ্যোগী লর্ড করণ বিলিমোরিয়া। বাংলার মুখ্যমন্ত্রী কীভাবে রাজ্যে নারী ক্ষমতায়নকে অগ্রাধিকার দিয়েছেন, কীভাবে লড়াই করে এগিয়ে এসেছেন, সাধারণ মানুষের সঙ্গে মিশে তাঁদের সমস্যা মেটানোর চেষ্টা করেছেন- তা শুনতে আগ্রহী অক্সফোর্ড।

spot_img

Related articles

বিক্ষোভে ক্ষুদে পড়ুয়াদের সামিল করলেন চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা! নিন্দা সবমহলে

গল্প বলার আসর-এর নামে ক্ষুদে পড়ুয়াদের আন্দোলনে সামিল করলেন বিকাশ ভবনের সামনে অবস্থানরত চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা (Teacher)। শনিবার, বিকাশ...

মাও-দমনে নিহত রোলো! জওয়ানদের নিরাপত্তা দিতে গিয়ে ২০০ মৌমাছির কামড়

ছত্তিশগড়ের মাওবাদী দমনে সম্প্রতি ব্যাপক সাফল্যের মুখ দেখেছে সিআরপিএফ (CRPF)। মাওবাদীদের পেতে রাখা আইইডি থেকে নিজেদের নিরাপদ রেখে...

সেনা জওয়ানদের প্রতি শ্রদ্ধা! রাজ্যে তৃণমূলের টানা দু’দিনের শহিদতর্পণ কর্মসূচি

নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে শনিবার দেশের সেনা জওয়ানদের প্রতি সম্মান এবং শহিদতর্পণ কর্মসূচিতে নামল তৃণমূল কংগ্রেস। কলকাতা-সহ...

ইট দিয়ে খুন! ১৪ বছর পর যাবজ্জীবন সাজা অভিযুক্তর 

১৪ বছর আগের খুনের মামলায় অবশেষে চন্দননগর আদালতের রায়ে দোষী সাব্যস্ত হলেন কাশিনাথ মণ্ডল। শনিবার ফাস্ট ট্র্যাক কোর্টের...