Monday, November 17, 2025

রবীন্দ্রভারতীতে তিনদিন ধরে বিক্ষোভ চলছে, পুলিশি পাহারায় বিশ্ববিদ্যালয়ে উপাচার্য

Date:

গত তিনদিন ধরে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের জোড়াসাঁকো ক্যাম্পাসের (Rabindra Bharati University) বাইরে তৃণমূলপন্থী ছা্ত্র সংগঠনের জমায়েত বিক্ষোভ চলছে। হাইকোর্টের নির্দেশে বিশ্ববিদ্যালয়ের বাইরে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে।দুদিন উপাচার্য না এলেও, বুধবার পুলিশি পাহারায় বিশ্ববিদ্যালয়ে ঢোকেন রাজ্যপাল নিযুক্ত অস্থায়ী উপাচার্য শুভ্রকমল মুখোপাধ্যায়।

স্থায়ী উপাচার্য এবং রেজিস্ট্রারের দাবিতে সোমবার থেকে তৃণমূল ছাত্র পরিষদ ও তৃণমূলপন্থী অধ্যাপক সংগঠনের বিক্ষোভে সরগরম রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের জোড়াসাঁকো ক্যাম্পাস। গতকাল বিশ্ববিদ্যালয়ের গেটে বিক্ষোভ দেখায় তৃণমূলের শিক্ষাবন্ধু সমিতি। উপাচার্যর ঘরে তালা ঝুলিয়ে দেন তৃণমূলপন্থী ওই সংগঠন। বিচারপতি বিশ্বজিৎ বসু গিরিশ পার্ক থানার পুলিশকে নির্দেশ দেন, জোড়াসাঁকো ক্যাম্পাসে যেন বিনা বাধায় ঢুকতে পারেন উপাচার্য।

প্রসঙ্গত, কর্ণাটক হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি শুভ্রকমল মুখোপাধ্যায়কে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্য নিয়োগ করেছিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। এদিন তার বিরুদ্ধেও বিক্ষোভ দেখায় তৃণমূলের ছাত্র এবং অধ্যাপক সংগঠন। তারা দাবি করে, সময়সীমা পেরিয়ে যাওয়ার পরও বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য শুভ্রকমল মুখোপাধ্যায় কাজ চালিয়ে যাচ্ছেন। বিভিন্নভাবে বিশ্ববিদ্য়ালয়ের কাজকর্মে শৃঙ্খলা নষ্ট করছেন।

সোমবার থেকে স্লোগান-বিক্ষোভে উত্তপ্ত হয়ে ওঠে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের জোড়াসাঁকো ক্য়াম্পাস চত্বর। ভারপ্রাপ্ত উপাচার্যের বিরুদ্ধে প্ল্য়াকার্ড হাতে, একাধিক অভিযোগ তুলে বিক্ষোভ দেখায় তৃণমূল ছাত্র পরিষদ এবং তৃণমূলের অধ্য়াপক সংগঠন ওয়েবকুপার সদস্যরা।

বুধবার সকাল থেকেও ক্যাম্পাসের বাইরে বিক্ষোভ, স্লোগানিং চলছে। পড়ুয়াদের পাশাপাশি বিক্ষোভে সামিল হয়েছেন অশিক্ষক কর্মীরাও। রাস্তার উলটো দিকেই প্রচুর সংখ্যায় পুলিশ মোতায়েন আছে। কোনও অশান্তি যাতে না হয়, সেদিকে কড়া নজর রাখা হচ্ছে। যদিও বিক্ষোভকারীদের দাবি, তারা শান্তিপূর্ণ আন্দোলন করছেন।

 

 

 

 

Related articles

ঝাড়খণ্ডের দুমকায় বিধবাকে পুড়িয়ে খুন! প্রেমিক গ্রেফতার, পলাতক স্ত্রী

ঝাড়খণ্ডের দুমকা জেলায় নৃশংস হত্যাকাণ্ড! শিকারিপাড়া থানা এলাকার সীতাশাল গ্রামে তিন বছরের সম্পর্কে থাকার পর ২১ বছরের বিধবা...

অসাংবিধানিক মন্তব্য! রাজ্যপালকে ধুয়ে দিলেন কল্যাণ, দিলেন পাল্টা চ্যালেঞ্জ

চূড়ান্ত অসাংবিধানিক এবং কুরুচিকর মন্তব্য বিজেপির ‘দলদাস’ রাজ্যপাল বোসের! একজন রাজ্যপাল কীভাবে এমন কুরুচিকর মন্তব্য করতে পারেন? শ্রীরামপুরের...

ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে শিক্ষক নিয়োগ, মঙ্গলবার শুরু এসএসসির ইন্টারভিউ 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) ইতিমধ্যেই প্রকাশ করেছে প্রায় ২০ হাজার নামের প্রার্থী তালিকা। আগামীকাল, ১৮ নভেম্বর থেকে শুরু...

অবাস্তব কাজের চাপ: বাংলার পর কেরল, আত্মঘাতী BLO, কাঠগড়ায় কমিশন

দেশের ১২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এক অবাস্তব পদ্ধতিতে এসআইআর প্রক্রিয়া চালু করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন (Election...
Exit mobile version