Tuesday, November 11, 2025

দুর্নীতির অভিযোগ, হাওড়ার শিক্ষক নেতা সিরাজুলকে বরখাস্তের নির্দেশ হাইকোর্টের

Date:

হাওড়া স্কুলের শিক্ষক নেতা সিরাজুল ইসলামের (Sirajul Islam) চাকরি থেকে বরখাস্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি রাজাশেখর মান্থার (Rajashekhar Mantha) ডিভিশন বেঞ্চ। বুধবার বিচারপতি জানান, সিরাজুল দুর্নীতি করে চাকরি পেয়েছেন। কোনওভাবেই চাকরিতে তাঁকে চাকরিতে রাখা যাবে না। শ্লীলতাহানির মামলা আর নিয়োগ দুর্নীতির অভিযোগের জেরে তাঁর বিরুদ্ধে FIR হয়েছিল। কিন্তু তার প্রভাব যাতে চাকরিতে না পড়ে সেই কারণেই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন সিরাজুল। কিন্তু বুধবার বিচারপতি রাজাশেখর মান্থা শুনানি শুরু হওয়ার মিনিট পাঁচেকের মধ্যেই জানিয়ে দেন অভিযুক্ত শিক্ষকের নিয়োগই সম্পূর্ণ বেআইনি। তাই আজ থেকে তাঁকে চাকরি থেকে বরখাস্ত করা হল।২৪ বছরের মাইনে ফেরত দিতে হবে সিরাজুলকে।

বাম আমলে ২০০১ সালে শ্লীলতাহানির অভিযোগ ছিল শিক্ষক নেতার বিরুদ্ধে। তখন হাইকোর্টের নির্দেশে চাকরি গিয়েছিল সিরাজুলের। কিন্তু আদালতের সেই নির্দেশ অগ্রাহ্য করে চাকরি করে যাচ্ছিলেন। এবার নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়িয়েছে তাঁর বলে অভিযোগ। গত ১৩ মার্চ হাইকোর্টে বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে মামলাকারীর আইনজীবী ফিরদৌস শামিম এই বিষয়টি উল্লেখ করেন। এত অভিযোগ থাকা সত্ত্বেও কীভাবে সিরাজুল শিক্ষা সংক্রান্ত পদে রয়েছেন তা নিয়ে প্রশ্ন তোলে আদালত, প্রশ্ন ওঠে পুলিশের ভূমিকা নিয়েও। কোর্টের ভর্ৎসনার পরই প্রায় সঙ্গে সঙ্গে হাওড়া সদর থানায় সিরাজুলের বিরুদ্ধ এফআইআর দায়ের হয়।এই FIR-কে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হয়েছিলেন অভিযুক্ত। আজ সেই মামলার শুনানিতেই তাঁকে চাকরি থেকে বরখাস্ত করার নির্দেশ কলকাতা হাইকোর্টের।

 

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...
Exit mobile version