Monday, May 19, 2025

বাংলা সেরার সেরা, সাফল্যের নজির তুলে ধরে সোশ্যাল মিডিয়ায় বার্তা তৃণমূলের

Date:

Share post:

বাংলা সেরার সেরা। সামাজিক উন্নয়ন থেকে জনগণের নিরাপত্তা, সবকিছুতেই বাংলা স্বতন্ত্র জায়গায় নিজেদের প্রতিষ্ঠা করেছে। দেশের বুকে সেরার তালিকায় বাংলা প্রায় প্রতিটি ক্ষেত্রেই খোদাই করেছেন নিজেদের নাম। আর এই বিরাট সাফল্যের নেপথ্যে একটাই নাম, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর প্রায় ১৫ বছরের সুশাসনে বাংলা এক অনন্য নজির তৈরি করেছে দেশের ইতিহাসে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দূরদর্শিতা এবং উন্নয়নের সদিচ্ছাই বাংলাতে এগিয়ে দিয়েছে সাফল্যের অলিন্দে। গোটা দেশের কাছে পথপ্রদর্শক হয়ে উঠেছে এই রাজ্য (West Bengal)।সম্প্রতি কেন্দ্রের রিপোর্টে বাংলা ডাবল ইঞ্জিন রাজ্যগুলিকে টেক্কা দিয়ে নিজেদের শ্রেষ্ঠত্ব বজায় রেখেছে। সামাজিক সূচকে দেশে তৃতীয় স্থান লাভ করেছে বাংলা। সিভিক বিহেভিয়ার বা শিষ্টাচারে রয়েছে দ্বিতীয় স্থানে। পাবলিক সেফটি বা জনগণের সুরক্ষায় দেশের মধ্যে চতুর্থ স্থান নিয়েছে এ-রাজ্য। ডাইভার্সিটি অ্যান্ড ডিসক্রিমিনেশনে লাভ করেছে তৃতীয় স্থান।

বাংলার এই সাফল্যের খতিয়ান তুলে ধরে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আবেগঘন বার্তা দেওয়া হয়েছে রাজ্যকে নিয়ে। সোশ্যাল মিডিয়ায় তৃণমূল লিখেছে, বাংলায় শিষ্টাচারের গুরুত্ব অপরিসীম। এখানে নিরাপত্তা একটি অভ্যাস। বৈচিত্র্য একটি উদযাপন। আমরা এখানে নিশ্চিন্তে বাড়ি ফিরি। আসি বলে বিদায় নিই। অভিমান হল বাংলার শব্দ মাধুর্য। রবীন্দ্রনাথ থেকে লালনের দরবার, রক মিউজিক থেকে রাগ সংগীত সবেতেই মেতে ওঠে বাঙালি মন। তাই আমরা সামাজিক উন্নয়ন থেকে শুরু করে জনগণের নিরাপত্তা, শিষ্টাচার এবং বহুত্বের মধ্যে ঐক্যে সেরার আসনে অধিষ্ঠিত।

 

spot_img

Related articles

বাংলাদেশকে হারিয়ে অনুর্ধ্ব-১৯ সাফ চ্যাম্পিয়ন ভারত

রুদ্ধশ্বাস লড়াইয়ে বাংলাদেশকে হারিয়ে অনুর্দ্ব-১৯ সাফকাপ(U-19 SAFF CUP) চ্যাম্পিয়ন ভারত। পেনাল্টিতে বাংলাদেশকে ৪-৩ গোলে হারাল মেন ইন ব্লুজ...

রাম-রাম রাজনীতির বোঁড়ে অভয়ার বাবা-মা! আচমকাই হাজির শিক্ষক আন্দোলন মঞ্চে

রাজ্য সরকার অপরাধীকে গ্রেফতার করে তার সর্বোচ্চ শাস্তির পথ সুগম করেছিল। আদালতে বিচারাধীন এই মামলা এখনও বিচার দিতে...

খুশির আবহ দার্জিলিং চিড়িয়াখানায় ! দুটি স্নো লেপার্ড শাবকের জন্ম দিল “রের”

সুখবর দার্জিলিংয়ের পদ্মজা নাইডু চিড়িয়াখানা থেকে। স্নো-লেপার্ড ‘রের’ এবং ‘নামকা’-র ঘরে এসেছে নতুন অতিথি। ১৩ মে রাতে ওই...

বীর সেনাদের প্রতি শ্রদ্ধা! তৃণমূলের শহিদতর্পণ কর্মসূচির দ্বিতীয় দিনে ব্যাপক সাড়া রাজ্যে 

দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে দেশের বীর সেনাদের প্রতি শ্রদ্ধা ও শহিদদের আত্মার শান্তি কামনায় রাজ্যজুড়ে পালিত হল তৃণমূল...