Monday, August 25, 2025

বাংলা সেরার সেরা, সাফল্যের নজির তুলে ধরে সোশ্যাল মিডিয়ায় বার্তা তৃণমূলের

Date:

বাংলা সেরার সেরা। সামাজিক উন্নয়ন থেকে জনগণের নিরাপত্তা, সবকিছুতেই বাংলা স্বতন্ত্র জায়গায় নিজেদের প্রতিষ্ঠা করেছে। দেশের বুকে সেরার তালিকায় বাংলা প্রায় প্রতিটি ক্ষেত্রেই খোদাই করেছেন নিজেদের নাম। আর এই বিরাট সাফল্যের নেপথ্যে একটাই নাম, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর প্রায় ১৫ বছরের সুশাসনে বাংলা এক অনন্য নজির তৈরি করেছে দেশের ইতিহাসে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দূরদর্শিতা এবং উন্নয়নের সদিচ্ছাই বাংলাতে এগিয়ে দিয়েছে সাফল্যের অলিন্দে। গোটা দেশের কাছে পথপ্রদর্শক হয়ে উঠেছে এই রাজ্য (West Bengal)।সম্প্রতি কেন্দ্রের রিপোর্টে বাংলা ডাবল ইঞ্জিন রাজ্যগুলিকে টেক্কা দিয়ে নিজেদের শ্রেষ্ঠত্ব বজায় রেখেছে। সামাজিক সূচকে দেশে তৃতীয় স্থান লাভ করেছে বাংলা। সিভিক বিহেভিয়ার বা শিষ্টাচারে রয়েছে দ্বিতীয় স্থানে। পাবলিক সেফটি বা জনগণের সুরক্ষায় দেশের মধ্যে চতুর্থ স্থান নিয়েছে এ-রাজ্য। ডাইভার্সিটি অ্যান্ড ডিসক্রিমিনেশনে লাভ করেছে তৃতীয় স্থান।

বাংলার এই সাফল্যের খতিয়ান তুলে ধরে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আবেগঘন বার্তা দেওয়া হয়েছে রাজ্যকে নিয়ে। সোশ্যাল মিডিয়ায় তৃণমূল লিখেছে, বাংলায় শিষ্টাচারের গুরুত্ব অপরিসীম। এখানে নিরাপত্তা একটি অভ্যাস। বৈচিত্র্য একটি উদযাপন। আমরা এখানে নিশ্চিন্তে বাড়ি ফিরি। আসি বলে বিদায় নিই। অভিমান হল বাংলার শব্দ মাধুর্য। রবীন্দ্রনাথ থেকে লালনের দরবার, রক মিউজিক থেকে রাগ সংগীত সবেতেই মেতে ওঠে বাঙালি মন। তাই আমরা সামাজিক উন্নয়ন থেকে শুরু করে জনগণের নিরাপত্তা, শিষ্টাচার এবং বহুত্বের মধ্যে ঐক্যে সেরার আসনে অধিষ্ঠিত।

 

Related articles

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...

আধারের অভাবে রেশন বঞ্চনা নয়, কড়া নির্দেশ খাদ্য দফতরের 

আধার কার্ড না–থাকা বা বায়োমেট্রিক যাচাই না–হওয়ার কারণে আর কোনও বৈধ রেশন গ্রাহককে খাদ্যসাথী প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত...
Exit mobile version