Sunday, August 24, 2025

ভোটার হিসেবে নাম নথিভুক্ত করতে হলে আমেরিকার নাগরিকত্বের প্রমাণ বাধ্যতামূলক। জানিয়ে দিলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট একটি নির্দেশিকায় স্বাক্ষর করেছেন। সেখানে বলা হয়েছে এবার আমেরিকায় ভোটার (voter) হিসেবে নাম নথিভুক্ত করতে হলে দিতেই হবে নাগরিকত্বের (citizenship) প্রমাণ।

নয়া নির্দেশিকায় রয়েছে –

নির্বাচনের দিনের মধ্যে সমস্ত ব্যালট গ্রহণ করা হয়েছে কি না, তা নিশ্চিত করতে হবে।

আমেরিকায় নাগরিকত্বের প্রমাণপত্র (voter identity) ছাড়া কোনও ভোটারই ভোট দেওয়ার জন্য নিজের নাম নথিভুক্ত করতে পারবেন না।

নির্বাচনের দিনের মধ্যেই সকলকে ভোট দিতে হবে।
ভোটদান ব্যবস্থায় কাগজের ব্যালটই (ballot) বাধ্যতামূলক।

কোনও রকম জালিয়াতি বা ভোটে কারচুপি বরদাস্ত নয়।

তবে নির্দেশিকায় স্বাক্ষর করলেও ট্রাম্পের (Donald Trump) এই নয়া নির্বাচনী নীতি কতটা কার্যকর হবে, তা নিয়ে সংশয় রয়েছে। কারণ, নির্বাচনী বিধি নির্ধারণের ক্ষমতা মূলত মার্কিন কংগ্রেস এবং স্টেটগুলির হাতেই থাকে। সেখানে প্রেসিডেন্টের কোনও ভূমিকা নেই।

ভারত ও ব্রাজিলের উদাহরণ দিয়ে ট্রাম্প জানিয়েছেন, ভারত এবং ব্রাজিল ভোটার (voter) চিহ্নিতকরণকে এক বায়োমেট্রিক ডাটাবেসের সঙ্গে সংযুক্ত করছে। যেখানে আমেরিকা মূলত নাগরিকত্বের জন্য স্ব-প্রত্যায়িত ঘোষণার উপরই নির্ভর করে।

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version