৬ ডিগ্রি চড়বে পারদ, শনি পর্যন্ত ‘খারাপ খবর’ আবহাওয়া দফতরের

শনিবার পর্যন্ত কলকাতাসহ পার্শ্ববর্তী এলাকার তাপমাত্রা (temperature) ৩৬ ডিগ্রী পর্যন্ত ওঠার পূর্বাভাস। পশ্চিমের জেলা গুলিতে তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস (forecast) আরও বেশি

আপাতত হিমেল হাওয়া থেকে যে স্বস্তি মেলা বন্ধ হয়ে গিয়েছে তা ভালোই টের পাওয়া যাচ্ছে। তবে গরমের প্রভাব চলতি সপ্তাহেই যে আরও বাড়তে চলেছে, সতর্কতা আবহাওয়া দফতরের। তাপমাত্রার (temperature) পারদ ছয় ডিগ্রি বাড়ার পূর্বাভাস (forecast) দিচ্ছে আবহাওয়া দফতর।

ইতিমধ্যেই মঙ্গলবার তাপমাত্রার পারদ ৩৩ ডিগ্রি ছুঁয়েছে। শনিবার পর্যন্ত কলকাতাসহ পার্শ্ববর্তী এলাকার তাপমাত্রা (temperature) ৩৬ ডিগ্রী পর্যন্ত ওঠার পূর্বাভাস। পশ্চিমের জেলা গুলিতে তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস (forecast) আরও বেশি। সেখানে ৩৮ থেকে ৪০ ডিগ্রি ছুঁতে পারে তাপমাত্রার পারদ।

মঙ্গলবার পর্যন্ত উত্তরের জেলাগুলিতে ঝড়-বৃষ্টির পূর্বাভাস (forecast) ছিল। এবার থেকে সেখানেও চড়বে তাপমাত্রা। আপাতত উত্তরের জেলাগুলিতেও আর বৃষ্টির পূর্বাভাস নেই, জানাচ্ছে আবহাওয়া দফতর। আপাতত সেখানে তাপমাত্রা স্বাভাবিকের থেকে নিচে থাকবে।