ফের অঙ্ক কষে বিজেপির মিথ্যের ভাণ্ডার ফাঁস করলেন তৃণমূল কংগ্রেসের আইটি সেলের চেয়ারম্যান দেবাংশু ভট্টাচার্য। বৃহস্পতিবার ফেসবুক পোস্টে তিনি যুক্তি দিয়ে দেখিয়ে দিলেন বিজেপি কতখানি মিথ্যাচার করতে পারে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী কুম্ভ নিয়ে যে মিথ্যার বেসাতি করেছেন, তা এক এক করে বিবস্ত্র করে ছাড়লেন তৃণমূলের যুবনেতা। একইসঙ্গে তিনি অঙ্ক দিয়ে বুঝিয়ে দিলেন ভোটের রাজনীতিতে কার ভয় পাওয়ার কথা!
যোগী আদিত্যনাথ(yogi adityonath) বলেছেন মহাকুম্ভে বাংলা থেকে প্রতিদিন গড়ে ৫০ হাজার থেকে এক লক্ষ লোক যেতেন। তাই নাকি মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়ে গিয়েছেন! তাঁর এই যুক্তি খণ্ডন করে দেবাংশুর প্রথম যুক্তি, বাংলার গঙ্গাসাগরে দেড় কোটির কাছাকাছি লোক গিয়েছেন। যার মধ্যে ৩০-৪০ লক্ষই বিহার আর ইউপি থেকে। তার জন্য কি নীতীশ কুমার বা যোগীজি ভয় পেয়েছেন?

তার দ্বিতীয় যুক্তি, কুম্ভে যাওয়া মানেই বিজেপি? বাংলায় দুর্গাপুজোয় ৮ কোটি লোক ঠাকুর দেখতে বের হন। এদের সাথে কোনও দলের যোগ টানা যায়? এরপর দেবাংশু বসেন অঙ্ক কষতে। তিনি লেখেন, যোগী সাহেবের কথাই যদি সত্যি হয়, তাহলেও তাঁর কথা অনুযায়ী রোজ ৫০ হাজার থেকে ১ লক্ষ লোক গিয়েছেন। মেলা চলেছিল ৪৫ দিন। অর্থাৎ ৫০,০০০×৪৫= ২২ লাখ ৫০ হাজার থেকে ১ লাখ × ৪৫= ৪৫ লাখ লোক গিয়েছিলেন। এখন যদি তর্কের খাতিরে ধরে নিই যে যাঁরা কুম্ভ গিয়েছিলেন সবাই বিজেপি সমর্থক (যা অসম্ভব!), তাহলেও শেষ লোকসভা নির্বাচনে বাংলায় বিজেপি ভোট পেয়েছিল প্রায় ২ কোটি ৩৩ লক্ষ। যোগী আদিত্যনাথের কথা অনুযায়ী যদি সর্বোচ্চ সংখ্যা ধরি তাহলে সেটা ৪৫ লাখ। ২ কোটি ৩৩ লাখের মধ্যে ৪৫ লাখ হয় মাত্র ১৯ শতাংশ!অর্থাৎ, বিজেপি তার ভোটারদের ১৯ শতাংশকেও নিয়ে যেতে পারেনি! আরও সোজা ভাষায় বললে, বিজেপি সমর্থকদের ৮১ শতাংশই কুম্ভে যায়নি! তাহলে অঙ্ক অনুযায়ী কার ভয় পাওয়ার কথা যোগীবাবু?

এর আগে দেবাংশু আগামী বিধানসভা নির্বাচনে বিজেপির টার্গেট নিয়ে অঙ্ক কষেছিলেন। বিরোধী দলনেতার লক্ষ্যমাত্রা অনুযায়ী ঐকিক নিয়মের অঙ্কে দেখিয়ে দিয়েছিলেন প্রকৃত অর্থে বিজেপি বাংলায় কতগুলি আসন পেতে পারে। এবার যোগী আদিত্যনাথকে অঙ্ক কষে দেখিয়ে দিলেন বাংলার ভোটে কাদের ভয় পাওয়ার কথা। এরপর শ্লেষের সুরে দেবংশু তাঁর পোস্টের একেবারে শেষে লেখেন, এই বিজেপির জন্য মনে হচ্ছে আমি রোজ অঙ্ক করতে করতেই পাগল হয়ে যাব!

–


–


–

–

–

–
–

–

–