হাওড়ার ডোমজুড়ের সলপ ডাঁসপাড়া এলাকায় এক শিশুর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল। বছর চারেকের ওই শিশুর নাম শেখ আয়ুস। বৃহস্পতিবার সকাল সাড়ে ন’টা থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এরপর বাড়ি থেকে ২০০ মিটার দূরে ঝোপের মধ্যে তাকে হাত বাঁধা অবস্থায় পাওয়া যায়। মুখে আঘাতের চিহ্ন ছিল। শ্বাসরোধ করে তাকে খুন করা হয়েছে বলে অভিযোগ। ঘটনাস্থলে পৌঁছায় ডোমজুড় থানার পুলিশ।

মৃতদেহ ময়নাতদন্তে পাঠাতে গেলে পুলিশের সঙ্গে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন পরিবারের লোকজন। ঘটনাস্থলে পুলিশ কুকুর দিয়ে এলাকা তল্লাশি চালানো হচ্ছে এবং ঘটনাস্থলের নমুনা সংগ্রহ করছে পুলিশ। পাশাপাশি উদ্ধার করা হয়েছে ওই এলাকার সিসিটিভি ফুটেজ। যা থেকে পুলিশ তদন্তে বড়সড় সফলতা পাবে বলে মনে করা হচ্ছে। প্রাথমিক তদন্তে অনুমান, পারিবারিক অশান্তির জেরে পুরনো কোনও শত্রুতার কারণেই এই খুন। ঘটনার তদন্ত শুরু করেছে ডোমজুড় থানার পুলিশ।

–

–


–


–

–

–

–
–

–

–