Wednesday, August 27, 2025

ছাত্র সংসদ ভোট: রাজ্যের অবস্থান জানাতে তিন সপ্তাহ সময় দিল হাই কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ

Date:

কলেজে ছাত্র সংসদ ভোট নিয়ে রাজ্যের অবস্থান জানাতে তিন সপ্তাহ সময় দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। বৃহস্পতিবার, রাজ্য সরকার ও উচ্চ শিক্ষা দফতরের থেকে হলফনামা তলব করেছে হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ। ছাত্র নির্বাচনের প্রক্রিয়া নিয়ে কী পদক্ষেপ করা হবে তা তিন সপ্তাহের মধ্যে জানাতে হবে প্রধান বিচারপতি শিবজ্ঞানম ও বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায়ের বেঞ্চকে।

রাজ্যের সমস্ত কলেজ-বিশ্ববিদ্যালয়ে (College-University) ২০১৩ থেকে ছাত্র সংসদের নির্বাচন বন্ধ। নির্বাচনের দাবি জানিয়ে হাই কোর্টে (Calcutta High Court) জনস্বার্থ মামলা দায়ের হয়। মামলাকারীর আইনজীবী উদয়শঙ্কর চট্টোপাধ্যায় এদিন শুনানিতে জানান, নিয়মে বলা রয়েছে নিয়মিত ছাত্র নির্বাচন করাতে হবে। কিন্তু অনেক বছর ধরে তা হচ্ছে না। পাল্টা রাজ্যের আইনজীবী জানান, কয়েকটি বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য না থাকায় নির্বাচন করার সমস্যা দেখা দিয়েছে।
আরও খবরমঙ্গল শোভাযাত্রাও হাইজ্যাক করেছে ইউনুস সরকার, প্রতিবাদে গর্জে উঠলেন বাংলাদেশের চারুকলার শিক্ষার্থীরা

দু-পক্ষের বক্তব্য শোনার প্রধান বিচারপতি রাজ্যের পক্ষের আইনজীবীকে বলেন, নির্দিষ্ট অবস্থান নিন। নির্বাচন করায় পড়ুয়াদের মধ্যে অসন্তোষ তৈরি হচ্ছে। সূত্রের খবর, এ বিষয়ে রাজ্যের পক্ষ থেকে তিন মাস সময় চাওয়া হয়েছিল। কিন্তু সেই আবেদন খারিজ করে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ জানায়, তিনমাস নয়, তিন সপ্তাহের মধ্যে হলফনামা দিয়ে রাজ্যকে জানাতে হবে কখন কীভাবে কলেজ, বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্র সংসদ নির্বাচন করানো হবে।

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version