Sunday, August 24, 2025

মার্কিন রাজকোষ ভরাতে বিদেশি গাড়িতে ২৫ শতাংশ শুল্ক চাপাচ্ছেন ট্রাম্প

Date:

ক্ষমতায় আসার পর থেকে বাণিজ্য নীতিতে একের পর এক পরিবর্তন করে চলেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। এবার আমেরিকায় (USA) আমদানি হওয়া সমস্ত গাড়িতে ২৫ শতাংশ শুল্ক আরোপ করতে চলেছে মার্কিন প্রশাসন। আগামী এপ্রিলের দ্বিতীয় দিন থেকেই এই সিদ্ধান্ত কার্যকর করা হবে বলে হোয়াইট হাউস সূত্রে জানা গেছে। যদিও প্রেসিডেন্টের (US President) নয়া শুল্ক নীতিতে অখুশি সে দেশেরই ব্যবসায়ীদের একটা বড় অংশ।

প্রেসিডেন্টের সিংহাসনে বসার পর থেকেই সবার আগে আগ্রাসী শুল্ক নীতিতে একের পর এক দেশকে কোণঠাসা করতে উঠে পড়ে লেগেছেন ট্রাম্প (Donald Trump)। গত ফেব্রুয়ারি মাসে ট্রাম্পের মুখে আমদানিকৃত গাড়ির ক্ষেত্রে শুল্ক চাপানোর কথা শোনা গিয়েছিল। এই এপ্রিল থেকেই সেটা কার্যকরী হবে। এই সিদ্ধান্তের মাধ্যমে এক ঢিলে দুই পাখি মারতে চান প্রেসিডেন্ট। একদিকে যেমন কোষাগারে অতিরিক্ত দশ হাজার কোটি ঢুকবে, আবার অন্যদিকে সেদেশে গাড়ি উৎপাদনের প্রবণতা এবং সংখ্যা দুটোই বাড়বে। যদিও বণিক মহলের একাংশ মনে করছেন আচমকা এই পরিবর্তনের বড় প্রভাব পড়বে মার্কিন অর্থনীতিতে। তাঁদের কথা অনুযায়ী, এভাবে দুম করে গাড়ির উৎপাদন বাড়ানো সম্ভব নয়। তাই বড় ক্ষতির আশঙ্কায় অনেকেই পিছিয়ে আসতে চাইবেন। যদিও তাতে ট্রাম্পের সিদ্ধান্তের কোনও নড়চড় হবে না। আগামী ২ এপ্রিল, ২০২৫ থেকে আমদানিকৃত গাড়ির উপরে পঁচিশ শতাংশ শুল্ক পাকাপাকি ভাবেই বসনো হচ্ছে বলেই নিশ্চিত খবর মিলেছে।

 

Related articles

উড়ালপুল–সেতুর নীচে বেআইনি দখলদারি সরাতে ‘উচ্ছেদ অভিযান’! উদ্যোগী কেএমডিএ 

কলকাতার উড়ালপুল ও সেতুর নীচ থেকে বেআইনি দখলদারি সরাতে উদ্যোগী হল কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। ইতিমধ্যেই চারটি...

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, ২৬ অগাস্টে বর্ধমানে প্রশাসনিক বৈঠক 

চলতি সপ্তাহ থেকেই ফের শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। আগামী মঙ্গলবার, ২৬ অগাস্ট তিনি পৌঁছাবেন বর্ধমান।...

ঠাকুরবাড়ির স্বার্থের রাজনীতি ফাঁস: শান্তনুকে কাঠগড়ায় তুললেন মা-দাদা

বিজেপির মধ্যে ঝগড়া ও স্বার্থের লড়াই শুরু হয়েছে বনগাঁর ঠাকুরনগরে। মতুয়া (Matua) সমাজের প্রভূত উন্নয়ন করেছেন মুখ্যমন্ত্রী মমতা...

মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার অধিকার কার: চরম দ্বন্দ্ব শান্তনু-সুব্রতর

কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে এবার গোটা ঠাকুর পরিবার। মতুয়া সম্প্রদায়ের মানুষদের ঘটা করে যে নাগরিকত্ব দেওয়ার খেলায়...
Exit mobile version