Monday, August 25, 2025

আজ অক্সফোর্ডে বক্তব্য মমতার, প্রশ্নের বাউন্সারে ওভারবাউন্ডারি হাঁকাতে তৈরি মুখ্যমন্ত্রী

Date:

Share post:

আজ ঐতিহ্যশালী অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় (University of Oxford) বক্তব্য রাখতে চলেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাজ্যের প্রশাসনিক প্রধানের লন্ডন সফরের অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু এই বিশেষ দিন, ২৭ মার্চ ২০২৫। বৃহস্পতিবার বাংলার সৃষ্টি-কৃষ্টি, শিল্প, সংস্কৃতি, ঐতিহ্যের কথা ইংরেজ ভূমিতে তুলে ধরবেন মমতা। নারী ক্ষমতায়ন এবং বাংলায় উন্নয়ন মডেলের কথা তাঁর মুখ থেকে শুনতে চায় ব্রিটেন। অনুষ্ঠান ইতিমধ্যেই হাউসফুল। কিন্তু বাম, অতিবাম ও বিজেপি যেভাবে মুখ্যমন্ত্রীর লন্ডন সফরে ষড়যন্ত্র করার চেষ্টা করেছিল তারপর অক্সফোর্ডের বক্তৃতা অনুষ্ঠানে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিঘ্ন ঘটানোর চেষ্টা হবে না তো? মমতা জানেন, আরজি কর (RG Kar Medical College and Hospital) কাণ্ডের প্রশ্ন ধেয়ে আসতে পারে তাঁর দিকে। কিন্তু বাংলার নিজের মেয়ে স্টেপ আউট করে প্রশ্নের বাউন্সারে ছক্কা হাঁকাতে তৈরি। তাইতো অনুষ্ঠান শুরুর ২৪ ঘণ্টা আগেই সাফ জানিয়ে দিয়েছিলেন, “ওরা বল দিলে আমি ব‍্যাট চালাব। ছক্কা মারব!”

বৃহস্পতিবার লন্ডনের হিম ভেজা বাতাসে রাজনৈতিক প্রশ্নের উষ্ণতা ছড়াতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কিন্তু এইসব নিয়ে তাপ -উত্তাপ নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের। কারণ তিনি মনে করেন, গণতন্ত্রে সকলেই প্রশ্ন করতে পারেন। পাশাপাশি ভিন্ন মতকেও গুরুত্ব দেওয়া প্রয়োজন। আরজি কর কাণ্ডের সময় যেভাবে বাংলাকে বিদেশের মাটিতে ছোট করার অপচেষ্টা চালিয়েছিল অতিবাম এবং বিজেপির একাংশ, এবারও সেই ছক কষা হয়েছে বলে অভিযোগ করেছে তৃণমূল (TMC) । তবে তৈরি মুখ্যমন্ত্রীও। বলছেন, “নথি আমার কাছেও আছে, জবাব দিতে আমিও জানি।” যে কোনও জায়গাতেই নিজের স্টাইলে বক্তব্য রাখেন মমতা। তাঁর কথা সব সময়ই শ্রোতাদের মন ছুঁয়ে যায়। ভাষণের মাঝখানেই দর্শকদের সঙ্গে আলাপচারিতা জমিয়ে দেন। তাঁর ভাষণ শুনতে উপচে পড়ে ভিড়। অক্সফোর্ডেও (University of Oxford)তাঁর ভাষণ ঘিরে ইতিমধ্যেই তুমুল উদ্দীপনা তৈরি হয়েছে। সব আসন পূর্ণ। জানা যাচ্ছে অনেকেই আবার ওয়েটিং লিস্টে রয়েছেন। চড়ছে উন্মাদনার পারদ। আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরেই বিলেতের মাটিতে বাংলার কথা বলবেন মমতা, কাউনডাউন শুরু।

 

spot_img

Related articles

হাওড়ায় বৃদ্ধ খুনের নেপথ্যে সমকামী সম্পর্ক-ব্ল্যাকমেইল! তদন্তে চাঞ্চল্যকর তথ্য

হাওড়ায় বৃদ্ধ খুনের নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য। হাওড়ার গোলাবাড়ি থানার সালকিয়ার অরবিন্দ রোডের বাসিন্দা অসীম দে (Asim de) খুন...

গাড়ির মালিকানা বদল ও রেজিস্ট্রেশন নবীকরণে বড় ছাড়, প্রক্রিয়া সহজ করল পরিবহণ দফতর 

রাজ্যের নন-ট্রান্সপোর্ট গাড়ির মালিকানা বদল ও রেজিস্ট্রেশন নবীকরণের জটিলতা এবার অনেকটাই সহজ হল। পরিবহণ দফতরের নতুন সিদ্ধান্তে গাড়ি...

ভোটার ও বিরোধীদের রুখতে E² ব্যবহার করে বিজেপি: তোপ অভিষেকের

এই প্রথম নয়, এর আগেও একাধিকবার কমিশনের ভূমিকা যে সম্পূর্ণ পক্ষপাতদুষ্ট সেই অভিযোগ তুলেছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...

কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন মীরাবাই চানু

একছরের বিরতি ভেঙে ফিরেই বিরাট সাফল্য মীরাবাই চানুর(Mirabai Chanu)। কমনওয়েলথ(Commonwealth) চ্যাম্পিয়নশিপে রেকর্ড গড়ে সোনা(Gold Medal) জিতলেন মীরাবাই(Mirabai Chanu)।...