Monday, November 3, 2025

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কোনও রাজনৈতিক নেতা, গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বকে নিয়ে সেমিনার, মিটিং নয়: হাইকোর্ট

Date:

Share post:

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কোনও রাজনৈতিক নেতা অথবা গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বকে দিয়ে কোনও সেমিনার, মিটিং করা যাবে না। বৃহস্পতিবার এমনই নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। এরই পাশাপাশি, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যাতে স্বাভাবিক পরিবেশ ফিরে আসে, সেই জন্য প্রয়োজনে বিশেষ বাহিনী মোতায়েন করতে হবে। এই বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি নিয়ে একটি জনস্বার্থ মামলা হয়েছিল। সেখানে আবেদন করা হয়, আইনশৃঙ্খলা রক্ষায় বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক গেটে পুলিশ দেওয়া হোক। এমনকি স্থায়ী পুলিশ ক্যাম্পেরও আর্জি জানানো হয়।

সম্প্রতি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ওয়েবকুপার বৈঠকে বাম এবং অতি বামেরা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে ঘিরে বিক্ষোভ দেখায়।অধ্যাপকদের নিগ্রহ করার অভিযোগ ওঠে। খোদ উপাচার্য ভাস্কর গুপ্ত অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। পুরো বিষয়টি নিয়ে রাজ্য রাজনীতি সরগরম হয়ে ওঠে ।প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের  পর্যবেক্ষণ, সব জানার পর শিক্ষামন্ত্রীর সেখানে যওয়া ঠিক হয়নি। পুরো বিষয়টি আদালতের কাছে স্পষ্ট নয়। এরপরই তিনি সেমিনার, মিটিং করার উপর নিষেধাজ্ঞা জারি করেন।

রাজ্যের হয়ে আদালতে সওয়াল করেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, যাদবপুরে গুন্ডারাজ চলছে। বশ মানে না এমন ঘোড়া ছুটে বেড়াচ্ছে বিশ্ববিদ্যালয়ে। আমরা চাই শান্তি ফিরে আসুক। যা নির্দেশ দেবেন আমরা মেনে নেব।

প্রধান বিচারপতি বলেন, বেসরকারি নিরাপত্তা কর্মীদের কোনও ক্ষমতা থাকে না। কারণ, তাদের হাতে কোনও অস্ত্র থাকে না। প্রয়োজনে বিশেষ বাহিনী মোতায়ন করতে হবে। যারা ছাত্র নয় তাদের খুঁজে বের করতে হবে। উপাচার্যসহ বাকিদের ইচ্ছে থাকলেই উপায় হয়। তিন সপ্তাহ পর এই মামলার পরবর্তী শুনানি।

 

spot_img

Related articles

অস্ট্রেলিয়ায় রাত জেগে স্মৃতিদের বিশ্বকাপজয়ের সাক্ষী থাকলেন সূর্যরা

মুম্বইয়ে বিশ্বকাপ জিতে ইতিহাস সৃষ্টি করেছে ভারতীয় মহিলা দল(Indian women team)। গোটা দেশ সাক্ষী থেকেছে হরমনপ্রীতদের অবিস্মরণীয় কীর্তির।...

মধ্যমগ্রামের ট্রলি ব্যাগ কাণ্ডে যাবজ্জীবন সাজা মা ও মেয়ের 

হাড়হিম করা ট্রলি ব্যাগ খুন কাণ্ডের রায় ঘোষণা করল বারাসত আদালত। সোমবার সপ্তম অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের...

আগামিকালের ঐতিহাসিক মিছিলে যোগ দিন: আহ্বান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের

আগামিকালের ঐতিহাসিক মিছিলে যোগ দিন- ডাক দিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সোমবার কালীঘাটে...

মঙ্গলে মহামিছিল! নিজের লেখা-সুর দেওয়া গান পোস্ট করে আহ্বান তৃণমূল সভানেত্রীর

একজন বৈধ ভোটারের নাম বাদ গেলে তীব্র আন্দোলন হবে- জানিয়েছে রাজ্যের শাসকদল। কেন্দ্রীয় সরকারের ষড়যন্ত্রের প্রতিবাদে মঙ্গলবার পথে...