Tuesday, November 4, 2025

মোদি আমন্ত্রণ গ্রহণ করে ভারতে আসছেন পুতিন! জানালেন রুশ বিদেশমন্ত্রী

Date:

ভালো সম্পর্ক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সঙ্গে। ভারত সফরে আসছেন রাশিয়ার (Russia) প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার এই সংবাদ জানিয়েছেন রুশ বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ। রুশ সংবাদ সংস্থা ‘তাস’-এর খবর অনুযায়ী, পুতিনের ভারত সফরের পরিকল্পনার কথা আন্তর্জাতিক বিষয়ক কাউন্সিলের আলোচনাসভায় জানিয়েছেন লাভরভ।

গত বছর ২বার রাশিয়া গিয়েছেন ভারতের (India) প্রধানমন্ত্রী। জুলাইয়ে রাশিয়া গিয়ে পুতিনকে ভারতে আসার আমন্ত্রণ জানিয়েছিলেন। এর ফের ‘ব্রিকস’ শীর্ষ সম্মেলনে যোগ দিতে অক্টোবরে রাশিয়ায় গিয়েছিলেন মোদি। সেই সময় পুতিনের সঙ্গে তাঁর আলাদা করে বৈঠকও হয়। বৃহস্পতিবার রুশ আন্তর্জাতিক বিষয়ক কাউন্সিল আয়োজিত ‘রাশিয়া ও ভারত: একটি নতুন দ্বিপাক্ষিক অধ্যায়’ শীর্ষক আলোচনায় রুশ বিদেশমন্ত্রী জানান, “ভারতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণ গ্রহণ করেছেন প্রেসিডেন্ট পুতিন। সেই সফরের প্রস্তুতি চলছে।“ লাভরভের কথায়, পুতিনের সফরে নয়াদিল্লি-মস্কো কৌশলগত সম্পর্কে নতুন সমীকরণের সূচনা হবে। তিনি বলেন, “গত বছর পুনর্নির্বাচিত হওয়ার পরে ভারতের প্রধানমন্ত্রী মোদি (Narendra Modi) তাঁর প্রথম বিদেশ সফর করেছিলেন রাশিয়ায়। এবার তাঁর আমন্ত্রণে আমাদের সাড়া দেওয়ার পালা।“

আমেরিকা-সহ নেটো গোষ্ঠীভুক্ত দেশগুলি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পরেই রাশিয়াকে একঘরে করার চেষ্টা করেছে। মস্কোর বিরুদ্ধে নানা অজুহাতে একাধিক অর্থনৈতিক অবরোধও জারি করেছে মার্কিন প্রশাসন। এই পরিস্থিতিতে পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে যুদ্ধ বন্ধ করে আলোচনায় বসার আহ্বান জানালেও রাশিয়ার বিরুদ্ধে যায়, সরাসরি এমন কোনও সিদ্ধান্তে নেয়নি ভারত। এবার পুতিনের ভারত সফর ঘিরে কী রাজনৈতিক সমীকরণ হয়- সেটাই দেখার।
আরও খবরপুতিনের অসুস্থতার জল্পনাকে আরও উসকে দিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি!

Related articles

ভারতে প্রতি সপ্তাহে ওষুধের ওভারডোজে ১২ জনের মৃত্যু! চাঞ্চল্য NCRB-র রিপোর্টে

ওষুধের (Drug) ওভারডোজ। এর জেরে প্রতি সপ্তাহে ভারতে মৃত্যু হচ্ছে ১২ জনের। চিকিৎসকের (Doctor) পরামর্শ ছাড়া ওষুধ সেবন...

SIR ষড়যন্ত্রের প্রতিবাদে মহামিছিলে মমতা-অভিষেক, জনজোয়ার মহানগরীর রাজপথে

বাংলার ভোটাধিকার রক্ষার্থে ও SIR-এর ষড়যন্ত্রের প্রতিবাদে তৃণমূলের মহামিছিল। মঙ্গলবার, দুপুর সোয়া দুটো নাগাদ রেড রোডে আম্বেদকরের মূর্তিতে...

ফের ডবল ইঞ্জিনের রাজ্যে রেললাইনে বাংলার পরিযায়ী শ্রমিকের ক্ষতবিক্ষত দেহ!

ফের বিজেপি শাসিত মহারষ্ট্রে বাঙালি পরিযায়ী শ্রমিকের (Migrant Labour) মৃত্যু। মুম্বইয়ে রেল লাইনের ধার থেকে উদ্ধার দেহ। মৃতের...

ফের SIR আতঙ্কে বাংলায় আত্মহত্যার অভিযোগ! উলুবেড়িয়ায় মৃত্যু ৩০বছরের যুবকের

SIR, আর তার পথ ধরে NRC- কেন্দ্রের এই নীতির আতঙ্কে একের পর এক প্রাণহানির ঘটনা ঘটছে বাংলায়। এবার...
Exit mobile version