সামনেই ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ। আইপিএল শেষ হলেই শুরু হবে ইংরেজদের বিরুদ্ধে এই টুর্নামেন্ট। তবে তার আগে একটা প্রশ্ন ঘুরছে ক্রিকেটপ্রেমীদের মনে। ইংরেজদের বিরুদ্ধে কি টিম ইন্ডিয়ার নেতৃত্বে থাকবেন রোহিত শর্মা । আর সূত্রের খবর, এই নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে বৈঠকে বসেছিলেন প্রধাননির্বাচক অজিত আগারকার। ২০ জুন থেকে ইংল্যান্ডে ৪৫ দিনের সফর শুরু ভারতের। পাঁচটি টেস্ট খেলবে ভারত।

ঘরের মাঠে নিউজিল্যান্ড এবং অ্যাওয়ে সিরিজে অস্ট্রেলিয়ার কাছে লজ্জাজনক ভাবে হারে ভারত। আর তারপরেই রোহিতের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন ওঠে। এমনকি অবসরের জল্পনাও শোনা যায়। তবে সূত্রের খবর রোহিতকে এ যাত্রায় বাঁচিয়ে দিয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি। দেশকে অধিনায়ক হিসেবে আরও একটি আইসিসি ট্রফি জিতিয়েছেন রোহিত। সেই কারণে, ইংল্যান্ডেও রোহিতকে নেতা হিসাবে দেখা যাবে। এই নিয়ে বোর্ডের এক কর্তা এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে বলেন, “নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সাধারণ অধিনায়কত্বের পরেও ইংল্যান্ড সিরিজে রোহিতই নেতৃত্ব দেবে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ও ভাল করেছে। তাই ওকে আরও এক বার সুযোগ দেওয়া হবে।”

ওই আধিকারিক আরও বলেন, “দল ঘোষণা করার জন্য এখনও অনেক সময় আছে। আইপিএলের গ্রুপ পর্বের খেলা শেষ না হওয়া পর্যন্ত দল ঘোষণা হবে না। কারণ, সেই সময়ে নির্বাচকেরা বুঝতে পারবে কাদের পাওয়া যাবে। আইপিএলে অনেক সময় ক্রিকেটারেরা চোট পান। তাই আগে থেকে দল ঘোষণা না করে সময় নেওয়া হচ্ছে।”

লাল বলের ক্রিকেটে রোহিতের সাম্প্রতিক ফর্ম ঠিক এরকম, শেষ ১০ টেস্টে তাঁর সংগ্রহ মাত্র ১৬৪ রান। এতটাই খারাপ ফর্ম ছিল যে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার-গাভাস্কর ট্রফির একটি ম্যাচে রোহিত নিজেকেই বসিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন।


আরও পড়ুন- আইপিএল-এ প্রথম জয়, জয়ের জন্য কাদের কৃতিত্ব দিলেন নাইট অধিনায়ক ?


–

–

–

–
–

–

–
–
–