Friday, December 5, 2025

গ্রেফতারি এড়াতে কলকাতা হাইকোর্টের কাছে রক্ষাকবচের আর্জি অর্জুনের

Date:

Share post:

ভাটপাড়ায় বোমা-গুলি কাণ্ডের দিনে দু’বার পুলিশ তাকে নোটিশ দিয়ে থানায় হাজিরা দিতে বলেছিল৷ তবে দুটি নোটিশের কোনওটাতেই সাড়া দেননি ব‍্যারাকপুরের প্রাক্তন সাংসদ৷ তিনি হাজিরা না দেওয়ায় বৃহস্পতিবার জগদ্দল থানার পুলিশ তার বাড়িতে গিয়ে তল্লাশি চালিয়েছে এবং কিছু জিনিস বাজেয়াপ্ত করেছে। এরপরেই গ্রেফতারির আশঙ্কা করছেন অর্জুন সিং। গ্রেফতারি এড়াতে কলকাতা হাইকোর্টের কাছে রক্ষাকবচের আর্জি জানিয়েছেন তিনি৷

অর্জুন সিং আবেদন করেছেন, পুলিশের দায়ের করা এফআইআরের ভিত্তিতে তাকে যেন গ্রেফতার করা না হয়, এই মর্মে পুলিশকে নির্দেশ দিক আদালত৷ ব্যারাকপুরের এই বিজেপি নেতার অভিযোগ, তার বাড়ির সামনে বোমাবাজির ঘটনায় পুলিশের কাছে অভিযোগ জানালেও পুলিশ এখনও সে ব্যাপারে এফআইআর দায়ের করেনি। উলটে তার বিরুদ্ধে অন্য মামলায় সক্রিয় হয়েছে পুলিশ। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মামলা দায়ের করতে অনুমতি দিয়েছেন অর্জুন সিং-কে ।

তার আইনজীবী এদিন আদালতে অভিযোগ করেন, তার বাড়ির সামনে বোমাবাজি হয়েছে। তিনি অভিযোগ করেছেন, কিন্তু তা নিয়ে পুলিশ তৎপর নয়। উলটে তাকেই নোটিশ পাঠানো হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য। অর্জুন যেতে পারবেন না বলে জানানোর পরে ফের নোটিশ দেওয়া হয় তাকে৷ সেবারও তিনি না যওয়ায় পুলিশ তার বাড়িতে যায়। অর্জুন সিং অভিযোগ জানালেও সেটি এখনও এফআইআর হিসেবে গ্রহণ করা হয়নি । অর্জুন সিং কেন্দ্রীয় নিরাপত্তা পান এবং শুধু বিরোধী দলের নেতা বলেই পুলিশ তার এফআইআর নিচ্ছে না, বলে তিনি অভিযোগ করেন।আদালত অর্জুনকে মামলা দায়েরের অনুমতি দিয়েছে ৷ আগামী সপ্তাহে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে৷

 

 

spot_img

Related articles

কুণালে হাত ধরে ‘অরণ্যবহ্নি রানি শিরোমণি’ বইয়ের প্রচ্ছদ প্রকাশ

তাঁর লেখা 'রানি সাহেবা' বইয়ের মাধ্যমে চুয়াড় বিদ্রোহের নেত্রী রানি শিরোমণিকে আবার পাদপ্রদীপের নিয়ে এসেছিলেন প্রাক্তন সাংসদ তথা...

বাংলা সম্পর্কে সংসদে অসত্য বলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী! তীব্র ধিক্কার দোলাদের

রাজ্যসভায় সেন্ট্রাল এক্সাইজ অ্যামেন্ডমেন্ট বিলের উপর আলোচনার শেষে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বক্তব্য ঘিরে তুমুল বিতর্কের সৃষ্টি হল।...

সন্দেশখালি কাণ্ডে আরও চাপে শেখ শাহজাহান! হাইকোর্টে বিস্ফোরক রিপোর্ট সিবিআইয়ের

আরও বিপাকে সন্দেশখালির শেখ শাহজাহান ও তাঁর ঘনিষ্ঠরা। কলকাতা হাইকোর্টে জমা দেওয়া সিবিআই–এর সর্বশেষ অনুসন্ধানী রিপোর্টে দাবি করা...

আর জি কর চিকিৎসক অনিকেত মামলায় নতুন মোড়! সুপ্রিম কোর্টে রাজ্যের এসএলপি

আর জি কর মেডিক্যাল কলেজের চিকিৎসক ডাঃ অনিকেত মাহাতোর যোগদান সংক্রান্ত মামলায় নয়া মোড়। আগামী ৮ই ডিসেম্বর এই...