Thursday, November 6, 2025

গ্রেফতারি এড়াতে কলকাতা হাইকোর্টের কাছে রক্ষাকবচের আর্জি অর্জুনের

Date:

Share post:

ভাটপাড়ায় বোমা-গুলি কাণ্ডের দিনে দু’বার পুলিশ তাকে নোটিশ দিয়ে থানায় হাজিরা দিতে বলেছিল৷ তবে দুটি নোটিশের কোনওটাতেই সাড়া দেননি ব‍্যারাকপুরের প্রাক্তন সাংসদ৷ তিনি হাজিরা না দেওয়ায় বৃহস্পতিবার জগদ্দল থানার পুলিশ তার বাড়িতে গিয়ে তল্লাশি চালিয়েছে এবং কিছু জিনিস বাজেয়াপ্ত করেছে। এরপরেই গ্রেফতারির আশঙ্কা করছেন অর্জুন সিং। গ্রেফতারি এড়াতে কলকাতা হাইকোর্টের কাছে রক্ষাকবচের আর্জি জানিয়েছেন তিনি৷

অর্জুন সিং আবেদন করেছেন, পুলিশের দায়ের করা এফআইআরের ভিত্তিতে তাকে যেন গ্রেফতার করা না হয়, এই মর্মে পুলিশকে নির্দেশ দিক আদালত৷ ব্যারাকপুরের এই বিজেপি নেতার অভিযোগ, তার বাড়ির সামনে বোমাবাজির ঘটনায় পুলিশের কাছে অভিযোগ জানালেও পুলিশ এখনও সে ব্যাপারে এফআইআর দায়ের করেনি। উলটে তার বিরুদ্ধে অন্য মামলায় সক্রিয় হয়েছে পুলিশ। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মামলা দায়ের করতে অনুমতি দিয়েছেন অর্জুন সিং-কে ।

তার আইনজীবী এদিন আদালতে অভিযোগ করেন, তার বাড়ির সামনে বোমাবাজি হয়েছে। তিনি অভিযোগ করেছেন, কিন্তু তা নিয়ে পুলিশ তৎপর নয়। উলটে তাকেই নোটিশ পাঠানো হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য। অর্জুন যেতে পারবেন না বলে জানানোর পরে ফের নোটিশ দেওয়া হয় তাকে৷ সেবারও তিনি না যওয়ায় পুলিশ তার বাড়িতে যায়। অর্জুন সিং অভিযোগ জানালেও সেটি এখনও এফআইআর হিসেবে গ্রহণ করা হয়নি । অর্জুন সিং কেন্দ্রীয় নিরাপত্তা পান এবং শুধু বিরোধী দলের নেতা বলেই পুলিশ তার এফআইআর নিচ্ছে না, বলে তিনি অভিযোগ করেন।আদালত অর্জুনকে মামলা দায়েরের অনুমতি দিয়েছে ৷ আগামী সপ্তাহে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে৷

 

 

spot_img

Related articles

রাত পোহালে প্রথম দফার নির্বাচন বিহারে: হিংসা ঠেকানোই চ্যালেঞ্জ

নির্বাচনের এক সপ্তাহ আগে পরপর খুন। রাজনৈতিক নেতা থেকে সমর্থক। বিহার বিধানসভা নির্বাচনে তাই শান্তি বজায় রাখাই চ্যালেঞ্জ...

বাংলা কথায় দক্ষতা, কোন পদে পান তৃপ্তি? দীপ্তিকে নিয়ে স্মৃতির ঝাঁপি খুললেন ‘অভিভাবক’ মিঠু

সন্দীপ সুর বাংলার প্রথম ক্রিকেটার হিসাবে আইসিসি একদিনের বিশ্বকাপ জিতেছেন রিচা ঘোষ কিন্তু ভারতীয় দলের আরও এক ক্রিকেটারের সঙ্গে...

দিঘার জগন্নাথ ধামে প্রথম রাস উৎসবে ভক্তদের ঢল 

দিঘার জগন্নাথ ধামে এবারই প্রথম পালিত হল রাস উৎসব, আর সেই উপলক্ষে সকাল থেকেই উপচে পড়েছে ভক্তসমুদ্র। উৎসবের...

বেঁচে আছেন, তাই জানতে পারলেন ‘দোষী নন’: আজব বিচার উত্তরপ্রদেশে

বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। উত্তরপ্রদেশের আলিগড়ের (Aligarh) মিঠু সিংয়ের জীবনে যেন সেটাই সত্যি হতে বসেছিল। অবশেষে ৫৫...