চাকরির দাবিতে স্মারকলিপি দেওয়ার নামে শিলিগুড়িতে উত্তরকন্যার (Uttarkanya) সামনে অশান্তি বাধাল DYFI। পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়ার অভিযোগ। সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফের রাজ্য সম্পাদক মীনাক্ষি মুখোপাধ্যায় (Meenakshi Mukharjee)-সহ ১৯ জনকে আটক করে পুলিশ।

শুক্রবার, বিভিন্ন দাবিতে উত্তরকন্যা অভিযানের ডাক দেয় DYFI। কিন্তু উত্তরকন্যায় যাওয়ার অনুমতি ছিল না CPIM-এর যুব সংগঠনের। ফলে বর্ধমান রোড, নৌকাঘাট, তিনবাত্তি মোড়, উত্তরকন্যা-সহ বিভিন্ন এলাকায় ব্যারিকেড করা হয়। দুপুর ২টো থেকে জলপাই মোড়ে জমায়েত শুরু হয়।

এৎ পর মিছিল এগোলে দফায় দফায় পুলিশের বাধার মুখে পড়ে ডিওয়াইএফআইয়ের মিছিল। গোলমাল শুরু হয়। হয়েছিল। আন্দোলনকারীদের অভিযোগ, উত্তরবঙ্গ থেকে যাঁরা তাঁদের আন্দোলনে যোগ দিতে আসছিলেন, তাঁদের আটকে দেওয়া হচ্ছে। তিনবাত্তি মোড়ে লোহার বিশাল ব্যারিকেড পার হতে গেলে বাধা দেয় পুলিশ। বাম যুব সংগঠনের গোলমালের জেরে এশিয়ান হাইওয়ে স্তব্ধ হয়ে যায়। প্রবল যানজট দেখা যায় শিলিগুড়ি-জলপাইগুড়ি ৩১ নম্বর জাতীয় সড়কে। আটকে পড়ে অ্যাম্বুল্যান্স।

পুলিশকে লক্ষ্য করে মীনাক্ষি হুমকি দেন বলে অভিযোগ। মীনাক্ষিদের দাবি তাঁরা শান্তিপূর্ণ ভাবে মিছিল করছেন। কিন্তু পুলিশ জানায় ঘটনাস্থলে ১৪৪ ধারা জারি রয়েছে, জমায়েত করা যাবে না। পুলিশের অভিযোগ, প্রথম থেকে তাদের আক্রমণ করছেন আন্দোলনকারীরা। ঘণ্টাখানেক তর্কবিতর্ক চলার পরে রাস্তায় বসে পড়েন ডিওয়াইএফআইয়ের কর্মীরা। তাঁদের পঠাতে প্রথমে জলকামান ও পরে চার রাউন্ড কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ। ইট ছোড়া হয় পুলিশকে লক্ষ্য করে। মীনাক্ষি-সহ ১৯ জনকে আটক করে পুলিশ।
আরও খবর: বক্তৃতা বানচালের সঙ্গে বৃহত্তর ষড়যন্ত্রের ছক কষেছিল, হোয়াটসঅ্যাপ চ্যাট ফাঁস তৃণমূল আইটি সেলের


–


–

–

–

–
–

–
