Tuesday, November 4, 2025

ব্রিটেনের মাটিতে বাংলার নারী ক্ষমতায়নের কথা তুলে ধরে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের (University of Oxford) মঞ্চে পরিবর্তিত পশ্চিমবঙ্গের ছবি দেখিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার কেলগ কলেজের প্রেক্ষাগৃহ ‘দ্য হাব’-এ বক্তৃতা করেছেন তিনি। পরে অক্সফোর্ডের ভারত বিষয়ক ফ্যাকাল্টির ২৫ জন ছাত্রছাত্রী এবং গবেষকের সঙ্গে একান্ত বৈঠকও সেরেছেন। এরপর শুক্রবার লন্ডন সফর শেষে কলকাতার উদ্দেশে রওনা দেবেন মমতা। রাত দশটা নাগাদ হিথরো বিমানবন্দর থেকে উড়বে তাঁর ফ্লাইট। কলকাতায় (Kolkata) পৌঁছবেন শনিবার সন্ধ্যায়।

 

সামাজিক প্রকল্প থেকে নারী শিক্ষার উন্নয়নে বাংলার মুখ্যমন্ত্রীর পদক্ষেপের কথা তাঁর মুখ থেকে শুনে বিস্মিত অক্সফোর্ডের শ্রোতারা। দেশের মধ্যে বাংলা মাথা উঁচু করে দাঁড়িয়ে সারা বিশ্বের নজর কেড়েছে। নেপথ্যে রয়েছে মমতা সরকারের একাধিক ইতিবাচক পদক্ষেপ। পরিসংখ্যান দিয়ে লন্ডনের মাটিতে দাঁড়িয়ে বাংলার উন্নতির ছবিটা তুলে ধরেছেন এ রাজ্যের প্রশাসনিক প্রধান। বাম অতিবাম বিজেপিরা পরিকল্পিত চক্রান্ত করেও আটকাতে পারেনি তাঁকে। লন্ডনের ঐতিহ্যবাহী প্রাচীনতম বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রাখার সময় হাসিমুখে একের পর এক বাউন্সার সামলে স্টেপ আউট করে ছক্কা হাঁকিয়েছেন মমতা। বানচাল হয়েছে বিরোধীদের ষড়যন্ত্র। পাশাপাশি একাধিক শিল্প বৈঠক থেকে শুরু করে কলকাতার মাটিতে অক্সফোর্ডের ক্যাম্পাস গড়ে তোলার অনুরোধটাও জানিয়ে এসেছেন ব্রিটিশ ভূমিতে। তাঁর ব্যবহার মন ছুঁয়েছে ইংরেজ পড়ুয়াদের। এবার রাজ্যে ফেরার পালা। বাংলার মহিলা মুখ্যমন্ত্রীর কর্মদক্ষতা, সৃজনশীলতা এবং অফুরান এনার্জির প্রশংসায় পঞ্চমুখ অক্সফোর্ড।

 

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version