Monday, August 25, 2025

রাজ্যের নতুন মুখ্য নির্বাচনী আধিকারিক নিযুক্ত হলেন মনোজ কুমার আগরওয়াল

Date:

উপনির্বাচনের আগে গোটা নির্বাচনী প্রক্রিয়াকে ঢেলে সাজাতে ব্যস্ত নির্বাচন কমিশন (Election Commission of India)। ভোটার তালিকা নিয়ে একাধিক নির্দেশিকার পরে এবার বাংলার মুখ্য নির্বাচনী আধিকারিকের (CEO) শূন্যপদে আধিকারিক নিয়োগের বিজ্ঞপ্তিও জারি করা হল কমিশনের তরফে। দায়িত্বে এলেন রাজ্যের আইএএস আধিকারিক মনোজ কুমার আগরওয়াল (Manoj Agarwal, IAS)।

রাজ্যের প্রাক্তন মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব তিন মাস আগেই অবসর গ্রহণ করেছেন। তাঁর জায়গায় ভারপ্রাপ্ত মুখ্য নির্বাচনী আধিকারিকের দায়িত্ব সামলাচ্ছিলেন দিব্যেন্দু দাস। এবার সেই স্থানে মুখ্য নির্বাচনী আধিকারিক হলেন মনোজ আগরওয়াল (Manoj Agarwal, IAS)। জুলাই মাসের মধ্যে উপনির্বাচন নদিয়ার কালীগঞ্জে। তার আগে সব প্রস্তুতি সারতে চাইছে কমিশন।

আইএএস মনোজ আগরওয়াল (Manoj Agarwal, IAS) বর্তমানে রাজ্যের বন দফতরের পাশাপাশি বিপর্যয় মোকাবিলা ও অসামরিক প্রতিরক্ষা দফতরের অতিরিক্ত মুখ্যসচিব পদে রয়েছেন। নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মুখ্য নির্বাচনী আধিকারিক পদে দ্বায়িত্ব নেওয়ার সঙ্গে সঙ্গে তাঁকে অন্য সব দ্বায়িত্ব থেকে অব্যাহতি দিতে হবে। তিনি শুধু মাত্র রাজ্য নির্বাচন দফতরের দায়িত্ব সামলাবেন। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনেও তিনিই মুখ্য নির্বাচনী আধিকারিক পদে থাকবেন, খবর কমিশন সূত্রে।

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version