যার চিন্তাশীল পদক্ষেপে বাংলার নাম বিশ্ব মাঝে প্রতিষ্ঠিত হয়েছে সেই মুখ্যমন্ত্রীকেই সম্মান জানিয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় (Oxford University)। গুটি কয়েক নিন্দুক সেই অনুষ্ঠান বানচাল করার চেষ্টা করলেও তা যে বিফল তা প্রত্যক্ষ করেছে গোটা বিশ্ব। এই অশুভ শক্তি যে কোনওভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) লক্ষ্যের ছন্দপতন ঘটাতে পারেনি তা স্পষ্ট করে দেন মুখ্যমন্ত্রী। অক্সফোর্ডের অভিজ্ঞতা তাঁর কাছে চিরস্মরণীয়, একথা বলার পাশাপাশি নিজের লড়াকু জীবনের কথা তুলে ধরে নিন্দুকদের কড়া জবাব মুখ্যমন্ত্রীর।

সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লেখেন, আমার বাবাকে হারানোর পর প্রথম দিন থেকে একটি শিশু হিসেবে জীবন আমার কাছে একটি যুদ্ধ ছিল। যে যুদ্ধ ছাত্র নেতা হিসাবে আমি লড়েছি, বিরোধীদের কণ্ঠস্বর হিসাবে এবং এখন মানুষের সরকারের প্রধান হিসাবে লড়ছি। আমি কোনদিনও সংঘাতে সামনে কোন ঢাল রাখিনি, কোনও দিনও রাখবো না। কিন্তু কোনদিনও কাউকে বাংলার সাফল্যগুলিকে (Bengal’s achievements) মুছে ফেলতে দেব না, বা বাংলার অগ্রগতিতে যে বলিদান তাকে প্রশ্নের মুখে ফেলতে দেব না।

অনেক আত্মোৎসর্গের মধ্যে দিয়ে তৈরি হওয়া বাংলা মডেল-কে (Bengal Model) পণ্ডিত, শিক্ষাবিদ এবং চিন্তাবিদদের মাধ্যমে প্রতিষ্ঠিত হতে দেখতে পারা অত্যন্ত ব্যক্তিগত গর্বের। বিশ্বের অন্যতম খ্যাতিসম্পন্ন প্রতিষ্ঠান অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে (Oxford University) দাঁড়িয়ে বাংলার উল্লেখযোগ্য সাফল্যের কাহিনী তুলে ধরার অধিকার আমি অর্জন করতে পেরেছি। এটা এমন একটি অভিজ্ঞতা যা আজীবন আমি লালন করব।

বিশ্বের আঙিনায় প্রগতির ধ্বনি
নবজাগরণের সুরে বাজে আগমনী
উন্নয়নের আলো মেঘে ঢাকবে না
মাতঙ্গিনীর বাংলা কভু হারবে নাFrom the day I lost my father as a child, life has been a battle, one that I have fought as a student leader, as the voice of the opposition, and now as the head of… pic.twitter.com/YINFBvXlKw
— Mamata Banerjee (@MamataOfficial) March 28, 2025
–


–


–

–

–

–
–
