Monday, November 3, 2025

বাংলার সাফল্যকে ধূলিসাৎ করতে দেব না: অক্সফোর্ডের স্মরণীয় অভিজ্ঞতায় বার্তা মমতার

Date:

Share post:

যার চিন্তাশীল পদক্ষেপে বাংলার নাম বিশ্ব মাঝে প্রতিষ্ঠিত হয়েছে সেই মুখ্যমন্ত্রীকেই সম্মান জানিয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় (Oxford University)। গুটি কয়েক নিন্দুক সেই অনুষ্ঠান বানচাল করার চেষ্টা করলেও তা যে বিফল তা প্রত্যক্ষ করেছে গোটা বিশ্ব। এই অশুভ শক্তি যে কোনওভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) লক্ষ্যের ছন্দপতন ঘটাতে পারেনি তা স্পষ্ট করে দেন মুখ্যমন্ত্রী। অক্সফোর্ডের অভিজ্ঞতা তাঁর কাছে চিরস্মরণীয়, একথা বলার পাশাপাশি নিজের লড়াকু জীবনের কথা তুলে ধরে নিন্দুকদের কড়া জবাব মুখ্যমন্ত্রীর।

সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লেখেন, আমার বাবাকে হারানোর পর প্রথম দিন থেকে একটি শিশু হিসেবে জীবন আমার কাছে একটি যুদ্ধ ছিল। যে যুদ্ধ ছাত্র নেতা হিসাবে আমি লড়েছি, বিরোধীদের কণ্ঠস্বর হিসাবে এবং এখন মানুষের সরকারের প্রধান হিসাবে লড়ছি। আমি কোনদিনও সংঘাতে সামনে কোন ঢাল রাখিনি, কোনও দিনও রাখবো না। কিন্তু কোনদিনও কাউকে বাংলার সাফল্যগুলিকে (Bengal’s achievements) মুছে ফেলতে দেব না, বা বাংলার অগ্রগতিতে যে বলিদান তাকে প্রশ্নের মুখে ফেলতে দেব না।

অনেক আত্মোৎসর্গের মধ্যে দিয়ে তৈরি হওয়া বাংলা মডেল-কে (Bengal Model) পণ্ডিত, শিক্ষাবিদ এবং চিন্তাবিদদের মাধ্যমে প্রতিষ্ঠিত হতে দেখতে পারা অত্যন্ত ব্যক্তিগত গর্বের। বিশ্বের অন্যতম খ্যাতিসম্পন্ন প্রতিষ্ঠান অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে (Oxford University) দাঁড়িয়ে বাংলার উল্লেখযোগ্য সাফল্যের কাহিনী তুলে ধরার অধিকার আমি অর্জন করতে পেরেছি। এটা এমন একটি অভিজ্ঞতা যা আজীবন আমি লালন করব।

spot_img

Related articles

দিল্লিতে পাঠ্যে ‘রোহিঙ্গা’ কবি! বাংলা-বিরোধী বিজেপির SIR মুখোশ খুললেন ব্রাত্য

দেশ থেকে অনুপ্রবেশকারী ও রোহিঙ্গাদের তাড়াতে গোটা দেশে এসআইআর করার প্রয়োজন আছে, দেশের মানুষকে এভাবেই ভুল বুঝিয়েছে বিজেপি...

ভারত কোনও ধর্মশালা নয়, দেশে জন্মালেই ভোটাধিকার! শাহের ন্যক্কারজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের 

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাম্প্রতিক মন্তব্য ঘিরে তীব্র বিতর্ক। তাঁর বক্তব্য— “ভারত কোনও ধর্মশালা নয়, যারা এই দেশে...

ভারত চেম্বার অফ কমার্সের ১২৫ বছর: রাজ্যে আসছেন লোকসভার স্পিকার ওম বিড়লা

ভারত চেম্বার অফ কমার্সের ১২৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানে যোগ দিতে সোমবার কলকাতায় আসছেন লোকসভার স্পিকার ওম...

বৃষ্টি – দুর্যোগ কাটতেই দার্জিলিংয়ে ফের শুরু সরস মেলা 

ভারী বৃষ্টিতে ফের বিপর্যস্ত উত্তরবঙ্গের পাহাড় ও সমতল। শনিবার রাতের বৃষ্টিতে কালিম্পং জেলায় একাধিক স্থানে ধস নামে। বন্ধ...