জলাতঙ্কের টিকাও জাল! সব রাজ্যকে সতর্ক থাকার নির্দেশ ড্রাগ কন্ট্রোল ব্যুরোর 

দিল্লি, মুম্বই, আমেদাবাদ ও লখনৌতে জলাতঙ্কের জাল ইনজেকশন (Rabies Vaccination) উদ্ধারের পর এবার সব রাজ্যকে সতর্ক থাকতে বলল কেন্দ্র। দিল্লির ড্রাগ কন্ট্রোল ব্যুরো (Drug Control Bureau) স্পষ্ট জানিয়েছে, জাল টিকা থেকে সমস্যায় পড়তে পারেন রোগীরা। তল্লাশি চালিয়ে জাল ওষুধ কোথায়, কত রয়েছে তা অবিলম্বে বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। বেশ কয়েকটা মেট্রো সিটিতে জাল করা জলাতঙ্কের ইঞ্জেকশন (ব্যাচ নম্বর কেএ২৪০১৪) ছড়িয়ে পড়েছে। তাই সাধারণ মানুষকেও সতর্ক থাকতে হবে, বলছে দিল্লির ড্রাগ কন্ট্রোল ব্যুরো।

দেশজুড়ে ছড়িয়ে পড়া জাল ওষুধ উদ্ধারে বিভিন্ন শহরে চলছে তল্লাশি অভিযান। গত কয়েকদিনে দিল্লি, কলকাতা-সহ দেশের বিভিন্ন জায়গা থেকে উচ্চ রক্তচাপ, সুগার থেকে শুরু করে একাধিক সিরিয়াস রোগ নিরাময়ে ব্যবহৃত বস্তা বস্তা জাল ওষুধ (Fake Medicine) বাজেয়াপ্ত করেছে ড্রাগ কন্ট্রোল। এবার জানা গেল জাল করা হয়েছে জলাতঙ্কের টিকাও। কেন্দ্রের তরফে নির্দেশিকা জারি করে বলা হয়েছে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকতে হবে সকলকে।