Monday, May 19, 2025

ঈদ উৎসবের আগের দিন মহারাষ্ট্রের মসজিদে ভয়াবহ বিস্ফোরণ, ধৃত দুই

Date:

Share post:

রাত পোহালেই পবিত্র ঈদ উৎসব। আর ঠিক তার আগের দিনই রবিবার ভোরে ঘটে গেল বড় বিপত্তি।ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল মহারাষ্ট্রের(maharashtra) একটি মসজিদ। রবিবার মহারাষ্ট্রের বীড় জেলায় এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যেই পুলিশের জালে জালে দুই অভিযুক্ত। জানা গিয়েছে, তারা এলাকারই বাসিন্দা। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, রবিবার ভোরে হঠাৎই মসজিদ চত্বর বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে। চারপাশ ধোঁয়ায় ঢেকে যায়।আচমকা এই ঘটনায় এলাকার লোকজন ভয়ে দৌড়াদৌড়ি শুরু করে দেন। পুলিশের প্রাথমিক অনুমান, বিস্ফোরণের জন্য জিলেটিন স্টিক ব্যবহার করা হয়েছে।

পুলিশ জানার চেষ্টা করছে কি কারণে, কোন লক্ষ্যে এই ভয়াবহ বিস্ফোরণ ঘটানো হল। কারা রয়েছে এর নেপথ্যে। কি ছিল উদ্দেশ্য, তাও তদন্ত করে দেখছে পুলিশ। ভোর চারটে নাগাদ পুলিশকে খবর দেন গ্রাম প্রধান। খবর পাওয়া মাত্রই তালাওয়ারা থানার পুলিশ দ্রুত সেখানে পৌঁছায়। জানা গিয়েছে, পুলিশ যখন পৌঁছায় তখনও মসজিদের ভিতরে অভিযুক্ত একজন লুকিয়ে ছিল। তারা মসজিদের(masque) পিছনের দরজা দিয়ে ভেতরে প্রবেশ করেছিল বলে  জানতে পেরেছে পুলিশ। মসজিদের ভেতরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দেওয়ালের একাংশ পুরোপুরি ভেঙে পড়েছে। বিস্ফোরণকাণ্ডে তাদের সঙ্গে আরও কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। এমনকী, কিভাবে তারা জিলেটিন স্টিক জোগাড় করল তাও তদন্ত করে দেখা হচ্ছে।

যেহেতু সোমবার ঈদ উৎসব, তাই বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।এলাকায় পুলিশি নজরদারি চলছে, যাতে আর কোনও অপ্রীতিকর পরিস্থিতি না তৈরি হয়। এলাকার মানুষকে আতঙ্কিত না হওয়ার আবেদন জানিয়েছে পুলিশ। কোনওভাবেই যাতে ঈদের উৎসব চলাকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয়, সেদিকে কড়া নজর রাখা হচ্ছে। এলাকায় চলছে পুলিশি টহল।

 

spot_img

Related articles

বাংলাদেশকে হারিয়ে অনুর্ধ্ব-১৯ সাফ চ্যাম্পিয়ন ভারত

রুদ্ধশ্বাস লড়াইয়ে বাংলাদেশকে হারিয়ে অনুর্দ্ব-১৯ সাফকাপ(U-19 SAFF CUP) চ্যাম্পিয়ন ভারত। পেনাল্টিতে বাংলাদেশকে ৪-৩ গোলে হারাল মেন ইন ব্লুজ...

রাম-রাম রাজনীতির বোঁড়ে অভয়ার বাবা-মা! আচমকাই হাজির শিক্ষক আন্দোলন মঞ্চে

রাজ্য সরকার অপরাধীকে গ্রেফতার করে তার সর্বোচ্চ শাস্তির পথ সুগম করেছিল। আদালতে বিচারাধীন এই মামলা এখনও বিচার দিতে...

খুশির আবহ দার্জিলিং চিড়িয়াখানায় ! দুটি স্নো লেপার্ড শাবকের জন্ম দিল “রের”

সুখবর দার্জিলিংয়ের পদ্মজা নাইডু চিড়িয়াখানা থেকে। স্নো-লেপার্ড ‘রের’ এবং ‘নামকা’-র ঘরে এসেছে নতুন অতিথি। ১৩ মে রাতে ওই...

বীর সেনাদের প্রতি শ্রদ্ধা! তৃণমূলের শহিদতর্পণ কর্মসূচির দ্বিতীয় দিনে ব্যাপক সাড়া রাজ্যে 

দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে দেশের বীর সেনাদের প্রতি শ্রদ্ধা ও শহিদদের আত্মার শান্তি কামনায় রাজ্যজুড়ে পালিত হল তৃণমূল...