রবিবাসরীয় দক্ষিণবঙ্গের চার জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি , বৃষ্টি চলবে উত্তরে 

চৈত্রের মধ্যগগনে চাঁদিফাটা গরমে নাভিশ্বাস অবস্থা দক্ষিণবঙ্গবাসীর। উর্ধ্বমুখী পারদ, আগামী দু’দিনে তিন থেকে চার ডিগ্রি তাপমাত্রা বাড়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)। রবিবারও দক্ষিণবঙ্গের চারটি জেলায় তাপপ্রবাহের (Heatwave alert) পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। যদিও একেবারেই উল্টো ছবি উত্তরে। আগামী দু’দিন বৃষ্টি চলবে পার্বত্য জেলায়।

ছুটির সকালে চরম গরমে ঘুম ভেঙেছে বাঙালির। আবহাওয়া কর্তারা বলছেন, রবিবার দিনভর উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমানে উষ্ণতা বাড়বে। আগামী ২৪ ঘণ্টায় পরিস্থিতির কোনও রদবদল নেই। ইদের দিনও ‘হট ডে’ অবস্থা জারি থাকবে। আগামী মঙ্গলবার থেকে দিনের তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে। যদিও রাতের অস্বস্তি একই থাকবে। এদিন কলকাতায় পারদ ৩৮ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করবে। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা পৌঁছতে পারে ৪০ ডিগ্রির ঘরে। দার্জিলিঙের পার্বত্য এলাকায় আজ ও সোমবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে উত্তরবঙ্গের অন্যান্য জেলায় শুষ্ক আবহাওয়া বজায় থাকবে।