Saturday, May 3, 2025

লোকসভা নির্বাচনের ফলাফলের পরে বারবার আরএসএস (RSS) প্রধান মোহন ভাগবতের কটাক্ষের মুখে নরেন্দ্র মোদি (Narendra Modi)। পাল্টা কোনও জবাব দেওয়ার ভাষা খুঁজে পাননি তৃতীয়বারের নির্বাচিত প্রধানমন্ত্রী। আরএসএস ছাড়া যে তৃতীয়বারের মসনদ লাভ সম্ভব হত না, কার্যত সেটা বুঝেই এবার নাগপুর-মুখী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী হওয়ার পরে ১০ বছরে প্রথমবার আরএসএস সদর দফতরে মোদির পা পড়ায় কটাক্ষ করতে ছাড়েনি শিবসেনা (Shivsena) উদ্ধবগোষ্ঠীও।

রবিবার নাগপুরে (Nagpur) আরএসএস দফতর ঘুরে মোদি জানান তিনি অভিভূত। দেশের উন্নয়নে আরএসএসের অবদান নিয়ে ভূয়সী প্রশংসা মোদির মুখে। সঙ্ঘের লাইন ছেড়ে তৃতীয়বার লোকসভা নির্বাচনে জয় যে সম্ভব হত না, কার্যত মোহন ভাগবতকে (Mohan Bhagwat) পাশে রেখে সেটাই স্বীকার করে নিলেন নরেন্দ্র মোদি (Narendra Modi)।

তবে তাঁর এই সময়ে নাগপুর (Nagpur) সফর নিয়ে অন্য উদ্দেশ্য দেখছে শিবসেনা। মুখপাত্র সঞ্জয় রাউত কটাক্ষ করেন, নরেন্দ্র মোদি নাগপুরে এসেছেন এটা খুব ভালো কথা। ১০ বছরে প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে একবারও এখানে আসেননি। সংঘ ও তাঁর মধ্যে দেওয়াল উঠে গিয়েছিল। লোকসভা নির্বাচনে সঙ্ঘের সাহায্য ছাড়া জয় সম্ভব হয়নি। বিহার (Bihar) নির্বাচন জিততেও সেই সংঘেরই দ্বারস্থ মোদি। তাই তড়িঘড়ি সংঘ দফতরে এসেছেন।

সে সঙ্গে সঞ্জয় আরও দাবি করেন, এমন দিনে তিনি মহারাষ্ট্র এসেছেন যেদিন মারাঠি নববর্ষ। পরের দিন ইদ (Eid)। বিজেপি কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে মুসলিম এলাকায় গিয়ে প্রচার চালানোর জন্য। তাঁদের কাছে টেনে নেওয়ার জন্য। বিহার (Bihar) ভোটের আগে এটাও মোদির নতুন নীতি।

Related articles

হাই মাদ্রাসা-আলিম-ফাজিল পরীক্ষায় পাশের হার ৯০.৩২ শতাংশ

পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণার পরের দিনে হাই মাদ্রাসা বোর্ডের (High Madrasah Examination 2025 results) ফলাফল...

ডবল ইঞ্জিন রাজ্যেই প্রশাসনিক ব্যর্থতা! গোয়ায় পদপিষ্টের ঘটনায় তোপ অভিষেকের

বারবার বিজেপির ডবল ইঞ্জিন রাজ্যগুলিতেই প্রশাসনিক ব্যর্থতার কারণে মৃত্যু মিছিল। অথচ বাংলায় কিছু হলেই সেই দিল্লির বিজেপি নেতারা...

প্রকাশিত হল হাই-মাদ্রাসা-আলিম- ফাজিল পরীক্ষার ফল, শুভেচ্ছা পোস্ট মুখ্যমন্ত্রীর 

মাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশের পরের দিন হাই-মাদ্রাসা, আলিম এবং ফাজিল পরীক্ষার ফলাফল(High Madrasah, Alim and Fazil Result) প্রকাশিত হল।...

শনির সকালেও জম্মু-কাশ্মীরের লাইন অফ কন্ট্রোলে গোলাগুলি পাক সেনার  

পহেলগাম রক্তাক্ত (Pahelgam attack) হওয়ার পর থেকে যেকোনও মুহূর্তে পাকিস্তানের উপর ভারতের প্রত্যাঘাতের সম্ভাবনা যত জোরালো হচ্ছে, ততই...
Exit mobile version