Tuesday, November 4, 2025

১০ বছরে প্রথমবার নাগপুরে! মোদির আরএসএস স্তুতিকে কটাক্ষ শিবসেনার

Date:

লোকসভা নির্বাচনের ফলাফলের পরে বারবার আরএসএস (RSS) প্রধান মোহন ভাগবতের কটাক্ষের মুখে নরেন্দ্র মোদি (Narendra Modi)। পাল্টা কোনও জবাব দেওয়ার ভাষা খুঁজে পাননি তৃতীয়বারের নির্বাচিত প্রধানমন্ত্রী। আরএসএস ছাড়া যে তৃতীয়বারের মসনদ লাভ সম্ভব হত না, কার্যত সেটা বুঝেই এবার নাগপুর-মুখী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী হওয়ার পরে ১০ বছরে প্রথমবার আরএসএস সদর দফতরে মোদির পা পড়ায় কটাক্ষ করতে ছাড়েনি শিবসেনা (Shivsena) উদ্ধবগোষ্ঠীও।

রবিবার নাগপুরে (Nagpur) আরএসএস দফতর ঘুরে মোদি জানান তিনি অভিভূত। দেশের উন্নয়নে আরএসএসের অবদান নিয়ে ভূয়সী প্রশংসা মোদির মুখে। সঙ্ঘের লাইন ছেড়ে তৃতীয়বার লোকসভা নির্বাচনে জয় যে সম্ভব হত না, কার্যত মোহন ভাগবতকে (Mohan Bhagwat) পাশে রেখে সেটাই স্বীকার করে নিলেন নরেন্দ্র মোদি (Narendra Modi)।

তবে তাঁর এই সময়ে নাগপুর (Nagpur) সফর নিয়ে অন্য উদ্দেশ্য দেখছে শিবসেনা। মুখপাত্র সঞ্জয় রাউত কটাক্ষ করেন, নরেন্দ্র মোদি নাগপুরে এসেছেন এটা খুব ভালো কথা। ১০ বছরে প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে একবারও এখানে আসেননি। সংঘ ও তাঁর মধ্যে দেওয়াল উঠে গিয়েছিল। লোকসভা নির্বাচনে সঙ্ঘের সাহায্য ছাড়া জয় সম্ভব হয়নি। বিহার (Bihar) নির্বাচন জিততেও সেই সংঘেরই দ্বারস্থ মোদি। তাই তড়িঘড়ি সংঘ দফতরে এসেছেন।

সে সঙ্গে সঞ্জয় আরও দাবি করেন, এমন দিনে তিনি মহারাষ্ট্র এসেছেন যেদিন মারাঠি নববর্ষ। পরের দিন ইদ (Eid)। বিজেপি কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে মুসলিম এলাকায় গিয়ে প্রচার চালানোর জন্য। তাঁদের কাছে টেনে নেওয়ার জন্য। বিহার (Bihar) ভোটের আগে এটাও মোদির নতুন নীতি।

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version