আজ খুশির ইদ, রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

শুভেচ্ছা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি লেখেন, ইদ-উল-ফিতর (Eid-ul-Fitr) উপলক্ষে সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা

প্রত্যাশা মতোই সোমবার পালিত হচ্ছে ইদ-উল-ফিতর (Eid-ul-Fitr)। রবিবার ইদ-উল-ফিতরের ঘোষণা হওয়ার পরেই দেশজুড়ে খুশির ইদ পালনের প্রস্তুতি শুরু হয়ে যায়। সোমবার সকাল থেকেই প্রার্থনায় দেশ জুড়ে পালিত খুশির ইদ।

ইদে রাজবাসীকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি লেখেন, ইদ-উল-ফিতর (Eid-ul-Fitr) উপলক্ষে সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

রবিবার রাত থেকেই কলকাতা শহরে ইদের উৎসবে মাতোয়ারা ইসলাম সম্প্রদায়ের মানুষ। জাকারিয়া স্ট্রিটে (zakaria street) কেনাকাটার ধুম পড়ে যায়। অন্যদিকে সোমবার সকাল থেকেই বিভিন্ন মসজিদে নামাজের জন্য জড়ো হওয়া মানুষের মধ্যে শুভেচ্ছা বিনিময়ের ছবি ধরা পড়ে।