Monday, November 10, 2025

ইদের দিন ধুন্ধুমার বীরভূমে, গ্রামে খেলাকে কেন্দ্র করে দুই দলের সংঘর্ষ

Date:

ইদের দিন ধুন্ধুমার বীরভূমে।তাও আবার গ্রামে খেলাকে কেন্দ্র করে দুই দল জড়াল সংঘর্ষে।প্রথমে ব্যাপক ইট বৃষ্টি হয় বলে অভিযোগ।এরপরই ভোল বদলে বাঁশ দিয়ে ভাঙচুর চালানো হয়। পরস্পরের সঙ্গে মারপিটে সজড়িয়ে পড়ে দুই দল। সোমবার বীরভূমের(birbhum) সিউড়ি থানার কেন্দুয়া পঞ্চায়েতের গোপালপুর এলাকা এই সংঘর্ষকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে।পুলিশ সূত্রে জানা গিয়েছে,এদিন খেলাকে কেন্দ্র করে অশান্তি লাগে শেখ জালালউদ্দিন গোষ্ঠীর সঙ্গে পঞ্চায়েত সদস্যা রওসানাড়া বিবির লোকজনের।

দুই তরফ থেকেই অভিযোগ, পাল্টা অভিযোগ করা হয়৷ অভিযোগকারীদের দাবি, পঞ্চায়েত সদস্য এলাকায় যে কোন সরকারি কাজেও টাকা নিচ্ছেন। তাই অন্য গোষ্ঠী প্রতিবাদ করেছে। সেই কারণে পঞ্চায়েত সদস্যার লোকজন এসে অশান্তি করেছে, মারধর করছে।

আবার পঞ্চায়েত(panchayet) সদস্যার লোকজনের পাল্টা দাবি, অন্য পক্ষের লোকজন ইচ্ছা করে অশান্তি পাকাচ্ছে। ওই পক্ষের লোকজনই বরং এসে মারধর ভাঙচুর করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় সিউড়ি থানার বিশাল বাহিনী। সংঘর্ষের ঘটনায় ১২ জন আহত হয়েছে। তাদের সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে, যদিও এলাকায় উত্তেজনা রয়েছে।ফের যাতে দুই দল সংঘর্ষে জড়িয়ে না পড়ে, সে কারণে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version