Thursday, August 21, 2025

ফিরছে না রাস্তার হাল! ফের জাতীয় সড়কে টোল ট্যাক্স বাড়চ্ছে কেন্দ্র

Date:

ফেরেনি রাস্তার হাল। জাতীয় সড়ক ভরা খানা-খন্দে। তার পরেও বেড়ে চলেছে টোল ট্যাক্স (Toll Tax)। আর্থিক বছরের শুরুতে জাতীয় সড়কের (National Highway) টোল ট্যাক্স বৃদ্ধির রীতি মেনে ফের টোল ট্যাক্স বাড়তে চলেছে ১লা এপ্রিলের মধ্য রাত থেকে। হালকা যানের জন্য ৫ শতাংশ ও ভারী যানের জন্য ১০ শতাংশ বাড়তে চলেছে টোল ট্যাক্সর পরিমাণ। টোল ট্যাক্স বাড়লে তার পরোক্ষ প্রভাব পড়বে নিত্য প্রয়োজনীয় জিনিসের দামেও। ফলে চিন্তায় মধ্যবিত্ত থেকে বেসরকারি বাস ও ট্রাক চালকদের।

রাজ্যে প্রায় ৫২টি জাতীয় সড়ক আছে। যার মধ্যে বেশ কিছু টোলও পড়ে। টোল ট্যাক্স নেওয়া হয় প্রধানত রাস্তার রক্ষণাবেক্ষণের জন্য। জাতীয় সড়ক (Nation Highway) খানাখন্দে ভরা। অনেক সময় তার জন্য দুর্ঘটনা ঘটে। সারানোর বিষয়ে উদাসীন কেন্দ্র। কিন্তু প্রথা মেনে টোল ট্যাক্স বাড়িয়েই চলছে মোদি সরকার।

এখন যদি ট্রাকের টোল ট্যাক্স (Toll Tax) হয় ৫৫০ টাকা সেটাই বেড়ে হবে প্রায় ৬০০ টাকা। মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ। টোল ট্যাক্স বাড়ার কারণে নিত্যদিনের জিনিসপত্রের দামও ফের বাড়তে পারে বলে আশঙ্কা। টোল প্লাজার ২০ কিলোমিটার এলাকার মধ্যে থাকা বাসিন্দাদের জন্য মাসিক পাসের মূল্যও ১০ শতাংশ বৃদ্ধি করা হবে।

ইতিমধ্যেই রাজ্যের পরিবহন দফতরকে চিঠি দিয়েছে বেসরকারি বাস মালিক সংগঠন। লাফিয়ে বাড়ছে জ্বালানির দাম। এর পর টোল ট্যাক্স বাড়লে তাদের বাস চালানোই সমস্য হবে বলে আশঙ্কা তাদের।

 

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version