Friday, July 4, 2025

কেন নিচের দিকে ব্যাটিং-এ নামছেন ধোনি? মুখ খুললেন সিএসকে কোচ

Date:

চলছে আইপিএল ২০২৫। ইতিমধ্যে তিনটি ম্যাচ খেলে ফেলেছে চেন্নাই সুপার কিংস। তবে দেখা গিয়েছে ব্যাটিং অর্ডারের একেবারে শেষের দিকে নামছেন মহেন্দ্র সিং ধোনি। প্রথম ম্যাচ মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নেমেছিলেন ন’নম্বরে। এছাড়াও বাকি দুই ম্যাচে নেমেছেন সাত থেকে ন’নম্বরের মধ্যে। গত আইপিএল থেকেই ব্যাটিং অর্ডারে এই পরিবর্তন এনেছেন মাহি। যা নিয়ে উঠছে সমালোচনার ঝড়। কেন নিচের দিকে ব্যাটিং-এ নামছে ধোনি? এই নিয়ে এবার মুখ খুললেন দলের কোচ স্টিফেন ফ্লেমিং। বললেন, ওর হাঁটুর কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছেন ধোনি।

ফ্লেমিং বলেন, “ ধোনি নিজের শরীর ভাল ভাবে বোঝে। ওর হাঁটু আর আগের মতো নেই। ওকে হয়তো দেখলে বোঝা যাবে না। কিন্তু ওকে হাঁটুর খেয়াল রাখতে হয়। ১০ ওভার ব্যাট করার ক্ষমতা ধোনির নেই। কারণ, ব্যাটিংয়ের পাশাপাশি দৌড়ে রান নেওয়াও রয়েছে। তাই একটা ভারসাম্য বজায় রাখতে হবে। এটা ভুললে চলবে না যে ধোনিকে ২০ ওভার উইকেটের পিছনেও থাকতে হয়।“ এখানেই না থেমে সিএসকে কোচ আরও বলেন, “ যদি কোনও ম্যাচে আমরা ভাল জায়গায় থাকি, সেক্ষেত্রে ধোনি চেষ্টা করে যতটা পরে সম্ভব নামতে। যদি কোনও ম্যাচে দল কঠিন পরিস্থিতিতে থাকে, তখন ও একটু আগে নামে। কিন্তু কখনওই ১০ ওভার নয়। ১৩-১৪ ওভারের পর ধোনি নামবে। ওকে আমাদের দরকার। ওর নেত়ৃত্ব আমাদের দরকার।“

তবে আইপিএল-এর শুরুতা ভাল হলেও, পরের দিকে হারের মুখ দেখে চেন্নাই। প্রথম ম্যাচে মুম্বই বিরুদ্ধে জয়ের মুখ দেখলেও, আরসিবি এবং রাজস্থানের কাছে হারের মুখ দেখে চেন্নাই।

আরও পড়ুন- Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Related articles

গিলের চওড়া ব্যাটে রানের পাহাড়ে টিম ইন্ডিয়া

শুভমন গিলের (Shubman Gill) অধিনায়কোচিতো ইনিংস। আর তাতেই রানের পাহাড়ে টিম ইন্ডিয়া। ইংল্যান্ডের বিরুদ্ধে এজবাস্টনে (Edgebaston) ইতিহাস লিখেছেন...

রেলের সিগন্যাল কেবল ক্ষতিগ্রস্ত করার অভিযোগ ওড়াল ডব্লিউবিএসইডিসিএল 

রেলের সিগন্যাল কেবল ক্ষতিগ্রস্ত করার অভিযোগ ওড়াল ডব্লিউবিএসইডিসিএল। সংস্থার স্পষ্ট বক্তব্য, ওভারহেড তারের বদলে আন্ডারগ্রাউন্ড কেবল সিস্টেম করা...

কেন রুদ্ধদ্বার শুনানি? বিজেপির ‘ধর্ষকবন্ধু’ কার্তিক মহারাজের জবাব চাইল হাই কাের্ট 

ধর্ষণের অভিযোগে পুলিশি তলবে সাড়া না দিয়ে গ্রেফতারি এড়াতে হাইকোর্টের শরণাপন্ন হয়েছেন বিজেপির ‘ধর্ষকবন্ধু’ কার্তিক মহারাজ। বিচারপতি জয়...

বেসরকারি হাসপাতালে চিকিৎসকদের হুমকির অভিযোগ! বিজেপি নেতা কৌস্তভকে নোটিশ থানার 

ওয়্যারলেস মোড় লাগোয়া একটি বেসরকারি হাসপাতালে রোগীমৃত্যু ঘিরে অশান্তির আবহে বিজেপি নেতা ও আইনজীবী কৌস্তভ বাগচীর বিরুদ্ধে ‘হুমকি‑হেনস্তা’র...
Exit mobile version