পাথরপ্রতিমার বাজি কারখানায় বিস্ফোরণে মৃত বেড়ে ৮

পাথরপ্রতিমা থানার দক্ষিণ রায়পুর তিন নম্বর ভেড়ি এলাকায় ভয়াবহ বাজি বিস্ফোরণে জীবন্ত দগ্ধ তিন শিশু-সহ একই পরিবারের আটজন (8 died in blast in patharpratima)। হাসপাতালে চিকিৎসাধীন ৩। স্থানীয় সূত্রে জানা যায় আসন্ন বাসন্তী পুজো উপলক্ষে স্থানীয় বাসিন্দা চন্দ্রকান্ত বণিকের (Chandrakanta Banik) বাড়িতে অবৈধভাবে একসঙ্গে বিপুল পরিমাণ বাজি তৈরি করা হচ্ছিল বলেই অভিযোগ। রাত ন’টা নাগাদ আচমকাই বাজির স্তূপে আগুন ধরে যায়। এরপর বাড়িতে মজুত একাধিক গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ ঘটে। দুর্ঘটনার সময় সেই বাড়িতে শিশু মহিলারা ঘুমিয়ে থাকার কারণে কেউ ভিতর থেকে বাইরে বেরোতে পারেননি। সোমবার রাতে সাতজনের মৃত্যুর খবর মিলেছিল। মঙ্গলবার সকালে কলকাতার এসএসকেএম হাসপাতালে চন্দ্রকান্ত বণিকের পুত্রবধূর মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, বাড়ি থেকে কিছুটা দূরেই বাজি কারখানা ছিল। কারখানা থেকেই কিছু বাজি এবং বাজির মশলা চন্দ্রকান্ত বাড়িতে মজুত রেখেছিলেন বলে অভিযোগ। বাড়ির মধ্যেই বাজি বানানো হচ্ছিল কিনা বা অভিযুক্ত ব্যক্তির বৈধ লাইসেন্স ছিল কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে।মৃতদের মধ্যে চারজন নাবালক রয়েছে বলে জানা গেছে। দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ঢোলাহাট থানার পুলিশ। রাত পেরিয়ে সকালেও এলাকার মানুষের মধ্যে আতঙ্ক রয়েছে। পাশাপাশি চন্দ্রকান্ত বণিকের দুটি বাজি কারখানায় আপাতত তালা ঝুলিয়েছে পুলিশ।