ভারতীয় জাদুঘরে বোমাতঙ্ক! তল্লাশি CISF-নিউমার্কেট থানার পুলিশ

ভরদুপুরে বোমাতঙ্ক কলকাতায় ভারতীয় জাদুঘরে (Indian Museum)। হুমকি ইমেইলের (E-Mail) ভিত্তিতে মঙ্গলবার দুপুরে ভারতীয় জাদুঘরে বোমাতঙ্ক ছড়ায়। খবর দেওয়া হয় নিউমার্কেট থানায়। দর্শকদের বের করে তল্লাশি চালানো হয়।

এদিন, সকালে জাদুঘরে বোমা আছে বলে একটি হুমকি মেইল আসে। সেই খবর দেওয়া হয় নিউ মার্কেট থানায়। ঘটনাস্থলে পৌঁছয় CISF এবং নিউমার্কেট থানার পুলিশ (Police)। সমস্ত দর্শককে বের করে দিয়ে তল্লাশি শুরু হয়। জাদুঘর ছাড়াও আশেপাশের অংশেও নজরদারি চালানো হচ্ছে। আপাতত জাদুঘরে দর্শক প্রবেশ বন্ধ করা হয়েছে। তবে, শেষ পাওয়া খবর অনুযায়ী, এখন পর্যন্ত কিছু পাওয়া যায়নি।

কলকাতার জাদুঘরের (Indian Museum) ডেপুটি ডিরেক্টর সায়ন ভট্টাচার্য জানান, হুমকি মেইলটি ভারতীয় জাদুঘরের মেইল আইডিতে আসে। দর্শক ঢোকার সময় এই মেলের কথা জানাজানি হয়। তারপরই তল্লাশি শুরু করে নিউমার্কেট থানা। নিশ্চিত হওয়ার পরেই দর্শকদের ঢুকতে দেওয়া হবে বলে জানান জাদুঘরের ডেপুটি ডিরেক্টর।