Tuesday, November 11, 2025

বইমেলা আসলে বই-পার্বণ: ‘বইপাড়ায় বই উৎসব’-এর সূচনায় বললেন সঞ্জীব

Date:

Share post:

সারাবছর নতুন এবং পুরোনো বইয়ের (Book) গন্ধে ম-ম করে কলেজস্ট্রিট বইপাড়া। বছরভর সেখানে চলে অঘোষিত বইমেলা। কলকাতার ঐতিহ্যবাহী বইপাড়ার কলেজস্কোয়ার প্রাঙ্গণ বিদ্যাসাগর উদ্যানে শুরু হল বইমেলা, ‘বইপাড়ায় বই উৎসব’। আয়োজনে পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড। সহযোগিতায় কলকাতা পুরসভা। মঙ্গলবার বসন্ত-সন্ধ্যায় উৎসবের উদ্বোধন করেন সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায় (Sanjeev Chatterjee)। ব্যক্তিগত স্মৃতি রোমন্থনের পাশাপাশি তিনি বলেন, “ছোটবেলা থেকেই আমি বই পড়তে ভালোবাসি। আমার বাড়ির লাইব্রেরিতে প্রায় কুড়ি হাজার বই আছে। এই বইমেলা আসলে বই-পার্বণ। এসে খুব ভালো লাগছে।”

বিধায়ক দেবাশিস কুমার (Debashis Kumar) বলেন, “আমি থাকি গড়িয়াহাটের কাছে। ওখানে বিভিন্ন দোকানে এখন চৈত্র সেল চলছে। এই মেলাতেও বইয়ের উপর বিশেষ ছাড় দিলে আরও বেশি পাঠকের সমাগম ঘটবে।” ছিলেন কবি জয় গোস্বামী বলেন, কবি সুবোধ সরকার, কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়, সাহিত্যিক বিনতা রায়চৌধুরী, সাহিত্যিক অমর মিত্র, সাহিত্যিক নলিনী বেরা, সাহিত্যিক জয়ন্ত দে, কলকাতা পুরসভার প্রতিনিধি সুপর্ণা দত্ত প্রমুখ।

পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের সভাপতি ত্রিদিবকুমার চট্টোপাধ্যায় (Tridiv Chatterjee) বলেন, “২০১৩ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরামর্শে আমরা কলেজস্ট্রিটে এই মেলা শুরু করি। বিভিন্ন সময় নাম বদলেছে। একটা সময় এই মেলা অনুষ্ঠিত হত বাংলা নববর্ষে। বসন্তেও আয়োজিত হয়েছে। দোল উৎসবের সময়। এবার আয়োজন করা হয়েছে চৈত্রের মাঝামাঝি। কলকাতার প্রতিষ্ঠিত পুস্তক প্রকাশন সংস্থাগুলো অংশ নিচ্ছে। পাঠকরা কুড়ি শতাংশের বেশি ছাড়ে বই (Book) কেনার সুযোগ পাবেন।”

সবাইকে ধন্যবাদ জানান, পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের সাধারণ সম্পাদক সুধাংশুশেখর দে। বই উৎসব চলবে ৭ এপ্রিল পর্যন্ত। খোলা থাকছে প্রতিদিন বিকেল ৩টে থেকে রাত ৮টা। প্রথমদিন বইপ্রেমীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
আরও খবর: মুহূর্তের ভুল! কর্মজীবনের শেষদিনেই চালক গঙ্গেশ্বরের জীবনের ইতি

spot_img

Related articles

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...

উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী প্রকাশ! মিলিয়ে দেখার সুযোগ পরীক্ষার্থীদের

প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী। মঙ্গলবার অনলাইনে এই উত্তরপত্র প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা...

কোন ধারায় আমি সাসপেন্ড? পার্থর বিস্ফোরক চিঠি দলীয় নেতৃত্বকে

দলকে চ্যালেঞ্জ জানিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের পাঠানো চিঠি প্রকাশ্যে আসতেই হইচই। দুর্নীতির অভিযোগে সাসপেনসেনকে অবৈধ বলে ব্যাখ্যা করেছেন পার্থ।...