Saturday, August 23, 2025

একশো দিনের কাজে ১০১ কোটির দুর্নীতি! ডবল ইঞ্জিন রাজ্য তবু প্রাপকের তালিকায়

Date:

বাংলার মুখে সত্যি কথা একেবারেই সহ্য করতে পারে না কেন্দ্রের মোদি সরকার। তাই কেন্দ্রীয় প্রকল্প থেকে বাংলার নাম বাদ দিয়ে বাংলাকে শায়েস্তা করার নিরন্তর চেষ্টা চালিয়ে গিয়েছে মোদি সরকার। বারবার বেনিয়মের অজুহাতে আটকে দেওয়া হয়েছে বাংলার টাকা। অথচ বিজেপি শাসিত রাজ্যে ১০০ কোটি টাকার দুর্নীতি (scam) প্রমাণিত হওয়ার পরও কেন্দ্রীয় প্রকল্প বরাদ্দ করা হচ্ছে সেই সব রাজ্যের জন্য। কেন্দ্রীয় মন্ত্রকের রিপোর্ট সত্ত্বেও প্রকল্পের টাকা আরও বেশি করেই নয়ছয় করার জন্য ডবল ইঞ্জিন রাজ্যে (double engine states) টাকা বরাদ্দ বন্ধ হচ্ছে না, দাবি বিরোধীদের।

বিজেপির ডবল ইঞ্জিন ১৫টি রাজ্যে ১০১ কোটির টাকারও বেশি আর্থিক তছরুপ (fraud) হয়েছে। সম্প্রতি গ্রামোন্নয়ন মন্ত্রকের (Ministry of Rural Development) রিপোর্টেই প্রকাশ্যে এসেছে এই দুর্নীতি (scam)। কেন্দ্রের ‘সোশ্যাল অডিট অ্যাকশন টেকন রিপোর্ট’ মোতাবেক বিজেপিশাসিত ১২ রাজ্য ছাড়াও এনডিএ-শাসিত অন্ধ্রপ্রদেশ, বিহার ও সিকিমেও আর্থিক তছরুপ হয়েছে। এই আর্থিক তছরুপের তালিকায় রয়েছে মোদি-রাজ্য গুজরাতও। খোদ কেন্দ্রীয় গ্রামোন্নয়নমন্ত্রী শিবরাজ সিং চৌহানের রাজ্য মধ্যপ্রদেশও রয়েছে তালিকায়।

২০২৪-২৫ অর্থবর্ষে সারাদেশে ১০০ দিনের কাজের (MGNREGS) বরাদ্দে ১৯৮ কোটি ৪৬ লক্ষ ৬৩ হাজার ৬৫৬ টাকা তছরুপ হয়েছে। যার মধ্যে থেকে উদ্ধার হয়েছে মাত্র ১০ কোটি ৩৫ লক্ষ ৪৬ হাজার ৬৬৫ টাকা। এর মধ্যে স্রেফ ডাবল ইঞ্জিন (double engine) ১৫ রাজ্যে মোট তছরুপের (fraud) পরিমাণ ১০১ কোটি ৫৭ লক্ষ ৮৮ হাজার ১৩৪ টাকা। যার মাত্র ২ কোটি ৮২ লক্ষ ৭৭ হাজার ১৫৭ টাকা আদায় হয়েছে এই ১৫ রাজ্য থেকে। অথচ গুজরাত, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, অসম, উত্তরাখণ্ড, ত্রিপুরা, রাজস্থান, ওড়িশা, মণিপুর, হরিয়ানা, ছত্তিশগড়, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, সিকিম, বিহার—১৫টি ডাবল ইঞ্জিন রাজ্যের কোথাও টাকা আটকে নেই।

এখানেই উঠেছে প্রশ্ন, শুধু বাংলাকে কেন বঞ্চনা? ২০২২ সালের ৯ মার্চ বাংলার ১০০ দিনের কাজের (MGNREGS) শ্রমিকদের প্রাপ্য বকেয়া আটকে রাখা হয়েছে। শুধু রাজনৈতিক প্রতিহিংসাবশত বাংলাকে ১০০ দিনের কাজের বরাদ্দ থেকে বঞ্চিত রাখা হয়েছে।

রাজ্যসভায় তৃণমূল দলনেতা ডেরেক ও’ব্রায়েন বলেন, বাংলায় মমতা বন্দ্যোধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে রাজনৈতিক যুদ্ধে এঁটে উঠতে না পেরে সরকারি বঞ্চনা ও রাজনৈতিক প্রতিহিংসা চালাচ্ছে কেন্দ্র। ১০০ দিনের কাজের সাড়ে সাত হাজার কোটি টাকা আটকে রেখেছে মোদি সরকার। রাজ্য সরকার ও তৃণমূলের সাংসদরাও বারবার দিল্লিতে গিয়ে সরব হয়েছেন প্রাপ্য বকেয়া মেটানোর দাবিতে। কিন্তু কেন্দ্র প্রাপ্য দেয়নি, বরাদ্দও করেননি। তাহলে প্রশ্ন, তছরুপের পরও ডাবল ইঞ্জিন রাজ্যগুলিতে কেন্দ্রীয় সরকার বরাদ্দ করছে কী করে?

Related articles

ফের ডুরান্ড কাপ জয় নর্থইস্টের

প্রতিযোগিতায় দুরন্ত শুরুটা করলেও শেষরক্ষা করতে পারল না। একটানা ম্যাচ। নর্থইস্ট ইউনাইটেডের(North East United) বিরুদ্ধে খানিকটা ক্লান্তিটাই যেন...

‘মাখন চোর’ বলা যাবে না! কৃষ্ণের লীলা বদলানোর চেষ্টা মধ্যপ্রদেশে, কড়া জবাব বিরোধীদের

এবার বিজেপি শাসিত মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর আজব দাবি! কৃষ্ণের লীলা বদলানোর চেষ্টা করছে গেরুয়া শিবির। শ্রীকৃষ্ণকে ‘মাখন চোর’ বলায়...

মোদি-শাহ যেখানে যাবে, সেখানেই জিতবে তৃণমূল

মোদি-শাহ বাংলার যেখানে পা দেবে সেখানেই জিতবে তৃণমূল কংগ্রেস (TMC)। ওরা যত ডেইলি প্যাসেঞ্জারি করবে তত ভোট বাড়বে...

বাংলা ভাষার অপমান মানব না, সরব গর্বিত বাঙালি ঋতুপর্ণা

বিজেপি রাজ্যে বাংলাভাষীদের হেনস্থা, ক্রমাগত বাংলা ভাষার অপমানে গর্জে উঠেছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। বাংলা ভাষা ও বাঙালির...
Exit mobile version