হুইপ সত্ত্বেও বাজেট অধিবেশনে গরহাজির, ৩০ বিধায়ককে তলবের প্রস্তুতি শুরু তৃণমূলের

সদ্য শেষ হওয়া বাজেট অধিবেশন উপস্থিত থাকতে বিধায়কদের উদ্দেশে হুইপ জারি করেছিল তৃণমূল কংগ্রেস। কিন্তু সেই দলীয় নির্দেশ অমান্য করে বিধানসভার অধিবেশনে অনুপস্থিত ছিলেন তৃণমূলের বহু বিধায়ক। তাঁদের বিরুদ্ধে এবার কড়া অবস্থান নিতে চলেছে তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটি। বাজেট অধিবেশনের শেষ দু’দিন যে সব বিধায়ক অনুপস্থিত ছিলেন, তাঁদের দলের শৃঙ্খলারক্ষা কমিটির সামনে এবার সশরীরে হাজিরা দিতে হবে।
বাজেট অধিবেশনের শেষ দুদিন অর্থাৎ ১৯ ও ২০ মার্চ বিধায়কদের উপস্থিতি বাধ্যতামূলক করতে তিন লাইনের নির্দেশিকা দিয়েছিলেন তৃণমূলের মুখ্যসচেতক নির্মল ঘোষ। ১৯ মার্চ অধিবেশনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য পেশ করেন। সে দিনও প্রায় ১০ জন বিধায়ক গরহাজির ছিলেন। আর অধিবেশনের শেষ দিন ২০ মার্চ বিধায়কদের অনুপস্থিতির সংখ্যা বেড়ে ৩০ ছাড়িয়ে গিয়েছিল।

এরপরই তৃণমূলের তৃণমূল পরিষদীয় দলের শৃঙ্খলারক্ষা কমিটি অনুপস্থিত বিধায়কদের তালিকা তৈরি করার নির্দেশ দেয়। সেইমতো তাঁদের কমিটির সামনে সশরীরে হাজিরা দিতে নির্দেশ দেওয়া হবে এবার। শৃঙ্খলারক্ষা কমিটির সামনে হাজির হয়ে নিজেদের অনুপস্থিতির কারণ ব্যাখ্যা করতে হবে তাঁদের। তবে যাঁরা স্পিকারের কাছে আগে থেকে ছুটির আবেদন জানিয়েছিলেন, তাদের ছাড় মিলতে পারে। ইদের উৎসব মিটে যাবার পর থেকেই তলব করা হতে পারে মন্ত্রী-বিধায়কদের। উল্লেখ্য শোভনদেব চট্টোপাধ্যায় ও নির্মল ঘোষ ছাড়াও শৃঙ্খলারক্ষা কমিটিতে রয়েছেন তিন মন্ত্রী ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও চন্দ্রিমা ভট্টাচার্য। শীঘ্রই বৈঠকের দিন স্থির করা হবে। সেই বৈঠকেই ঠিক হবে কোন দিন ডাকা হবে গরহাজির বিধায়কদের।