Wednesday, August 20, 2025

লাগাতার প্রতিদিন আলোচনার দাবি জানানো হয়েছে। গোটা অধিবেশনে একটি দিনের জন্য সেই আলোচনার অনুমতি দিতে পারেনি স্বৈরাচারী মোদি সরকার। কার্যত ডুপ্লিকেট এপিক (duplicate epic) ইস্যুকে যে কোনও প্রকারে ধামাচাপা দেওয়ার মোদির প্রচেষ্টা অব্যাহত সংসদে। মঙ্গলবারও বিরোধীদের দাবিতে আলোচনার অনুমতি না মেলায় রাজ্যসভায় (Rajyasabha) ওয়াক আউট (walk out) তৃণমূল সাংসদদের। বেরিয়ে এসে প্রবল ক্ষোভ উগরে দেন তৃণমূল সাংসদরা।

ডুপ্লিকেট এপিক কার্ড নিয়ে কেন্দ্রের সরকারের সব পর্দাফাঁস করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কীভাবে নির্বাচন কমিশনকে (Election Commission of India) কাজে লাগিয়ে ভোটার তালিকায় কারচুপি, তার পর্দাফাঁস হতেই গা বাঁচাতে মাঠে নেমে পড়েছে কমিশন। কিন্তু তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এর পিছনে রয়েছে বৃহৎ ষড়যন্ত্র। তাই বারবার সংসদে আলোচনা, এমনকি ১৭৬ নোটিশ জারি করে আলোচনারও দাবি জানানো হয়েছে। প্রত্যেক বিরোধী দল তৃণমূলের দাবিকে সমর্থন করে আলোচনা চাইলেও নির্লজ্জ বিজেপি আলোচনার অনুমতি দেয়নি। মঙ্গলবারও সেই অনুমতি না মেলায় ওয়াক আউটের সিদ্ধান্ত তৃণমূল সাংসদদের।

চলতি অধিবেশনে আর আলোচনার সম্ভাবনা নেই বলেই আশঙ্কা তৃণমূল সাংসদদের। সাংসদ দোলা সেন (Dola Sen) দাবি করেন, সংসদ (Parliament) চলছে আজ একমাস প্রায় হতে চলল। আর দুদিন বাকি। এই অবস্থায় আমরা প্রায় রোজ ও অন্যান্য বিরোধী দলের পক্ষে একাধিক সাংসদ আলোচনার দাবি জানাই। প্রায় রোজ পাঁচজন থেকে পনেরোজন কোনও না কোনও দলের সাংসদ এই বিষয়ে আলোচনার দাবি রেখেছি। আমাদের দলনেতা ডেরেক ও’ব্রায়েন বলেছেন ১৭৬-এ আলোচনা করা হোক, স্বল্প সময়ের। আমরা সেই জন্যও নোটিশ দিয়েছি। সবথেকে দুর্ভাগ্য যে সংসদে, রাজ্যসভায় (Rajyasabha) এটা সহমত হয়েছিল যে ১৭৬ নোটিশে স্বল্প সময়ের নোটিশে আলোচনা হবে এপিক কার্ড ডুপ্লিকেশন নিয়ে। সেই সহমত একাধিকবার হয়েছিল। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আর দুদিন বাকি, এখনও কোনও আলোচনার গন্ধমাত্র নেই।

সেই সঙ্গে তিনি আশঙ্কা প্রকাশ করেন, এখনও কোনও আলোচনার গন্ধমাত্র নেই। বিজনেসে কোনও উল্লেখ নেই। আলোচনার সুযোগ ট্রেজারি বেঞ্চ দেবে বলে মনে হয় না। তাই প্রতিবাদে আমরা ওয়াক আউট (walk out) করেছি। সব বিরোধী দলই দাবি জানিয়েছে এই বিষয়ে আলোচনা হওয়া জরুরি।

একই অভিযোগ সাংসদ সাগরিকা ঘোষের (Sagarika Ghose)। বারবার আলোচনার দাবি না মানায় সাগরিকা জানান, বিগত দুই সপ্তাহ ধরে ডুপ্লিকেট এপিক কার্ড (epic card) নিয়ে আলোচনার দাবি জানাচ্ছি আমরা। এটা গণতান্ত্রিক কাঠামো একেবারে গোড়ার সমস্যা। এটা সংবিধানের সমস্যার প্রশ্ন। কিন্তু যতবার আমরা আলোচনার দাবি জানাচ্ছি, ততবার অনুমতি নাকচ করা হচ্ছে। আমাদের নোটিশ বাতিল করা হচ্ছে। আজ আবার আমাদের আবেদন বাতিল হওয়ার আমরা রাজ্যসভা থেকে ওয়াকআউট করেছি।

Related articles

ডুরান্ড সেমিতে আজ ডায়মন্ড বাহিনীর অঘটন নাকি লাল-হলুদ মশাল!

বুধের ময়দানে মেগা ম্যাচ। অস্কার ব্রুজোঁ (Oscar Bruzon) নাকি কিবু ভিকুনা (Kibu Vicuna), যুবভারতীর মাঠ আজ কার দাপট...

কেন্দ্রের তিন সংশোধনী বিলের বিরোধিতায় আজ সকাল দশটায় বৈঠক ইন্ডিয়া ব্লকের

বুধবারই লোকসভায় (Loksabha) তিনটি গুরুত্বপূর্ণ বিল আনতে চলেছে কেন্দ্র সরকার। আজই কেন্দ্রশাসিত অঞ্চল প্রশাসন (সংশোধনী) বিল ২০২৫, সংবিধান...

মুম্বইয়ে মনোরেল বিভ্রাটে দু’ঘণ্টা ধরে আটকে ৪০০ যাত্রী!

মঙ্গলের সন্ধ্যায় মুম্বইয়ে মনোরেল বিভ্রাটে মাঝপথে থেমে গেল ট্রেন (Mumbai Monorail breaks down)। দু'ঘণ্টা ধরে আটকে রইলেন প্রায়...

শিয়ালদহে ফিল্মি ড্রামা! কাঞ্চনার ‘রণচণ্ডী’ রূপে চমকাল যাত্রীরা

সকালের ব্যস্ত শিয়ালদহ স্টেশন হঠাৎ যেন সিনেমার সেট! নিত্যযাত্রীদের ভিড়ের মধ্যেই হাজির টলিপাড়ার পরিচিত মুখ কাঞ্চনা মৈত্র। গায়ে...
Exit mobile version