Monday, November 10, 2025

রাম-বামের চক্রান্ত উড়িয়ে ধৈর্যশীল মমতা: প্রশংসা বিলেতের

Date:

Share post:

অক্সফোর্ডে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতা চলাকালীন নজরবিহীন বিশৃঙ্খলা তৈরি করে একদল উচ্ছৃঙ্খল বহিরাগত। একসঙ্গে পোস্টার তুলে ধরে যেভাবে একই সুরে পাশাপাশি দাঁড়িয়ে সেদিন বিশৃঙ্খলা তৈরি করা হয়েছিল, তাতে স্পষ্ট শুধুমাত্র বাংলার মুখ্যমন্ত্রীকে বেকায়দায় ফেলার চেষ্টা রাম-বাম যৌথ উদ্যোগে চালানো হয়েছিল। যদিও অসম্ভব দক্ষতায় – কৌশলে মমতা বন্দ্যোপাধ্যায় পরিস্থিতি সামলান। সব প্রশ্নের মোক্ষম – জবাব দিয়ে বেরিয়ে আসেন। তাঁর এই বিচক্ষণতার প্রশংসা করেছেন লন্ডনের ভারতীয়রাও।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এরপরই প্রশংসায় ভরিয়ে দেন কেলগ কলেজের প্রধান লর্ড বিলিমোরিয়া। একটি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী মমতার অক্সফোর্ডের বক্তৃতা নিয়ে  তিনি বলেন, মমতার বক্তব্য নিয়ে অভূতপূর্ব উন্মাদনা ছিল। ওঁর বক্তৃতা শুনে আমরা মুগ্ধ। শুধু তো লন্ডন নয় গোটা ব্রিটেন থেকে শিক্ষাবিদ রা, পড়ুয়ারা অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। মমতার সমাজ, রাজনীতি নিয়ে যে অগাধ অভিজ্ঞতা, নারী উন্নয়ন নিয়ে যে চিন্তা-ভাবনা তার সঙ্গে পরিচিত হতে পেরে তারাও মুগ্ধ। এত বড় মঞ্চে মমতা যে ভাবে সাবলিল বক্তৃতা দিলেন তা অভূতপূর্ব।

রাম – বামের বিক্ষোভ প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন, ১০ জন গন্ডোগোল পাকানোর চেষ্টা করেছিল পাল্টা ৩০০ জনের প্রতিবাদে তারা পালিয়ে গিয়েছে, ওরা অভব্যতা করেছে, মমতা সৌজন্য দেখিয়েছেন। বিরুদ্ধ মত স্বাগত কিন্তু তার একটা ধরণ থাকা দরকার। মমতা আমাদের অতিথি। বাংলার মত এত বড় রাজ্যের মুখ্যমন্ত্রী, দক্ষ প্রশাসক, এত বড় রাজনৈতিক ব্যক্তিত্ব। গোটা পৃথিবী ওঁকে লড়াকু মহিলা নেত্রী হিসাবে সম্মান করে, নারী শিক্ষা তাদের স্বনির্ভর করা, সামাজিক প্রকল্পে ওঁর কত অবদান- এমন একজন ব্যক্তিত্ব যখন বক্তৃতা রাখছেন দর্শকরা মন্ত্রমুগ্ধের মত শুনছেন তখন হাতে গোনা ১০ জন প্ল্যাকার্ড নিয়ে অসভ্যতা করলেন! এটা মানা যায় না। যতদূর খবর পেয়েছি ওই ১০ জন এসএফআই সমর্থক। এদের চিহ্নিত করা হয়েছে। আগামী দিনে কি ব্যবস্থা নেওয়া যায় তার ভাবনা চিন্তা চলছে। আমরা চাইলে ওদের আগেই আটকে দিতে পারতাম। কিন্তু আমরা চেয়েছিলাম গণতান্ত্রিক পরিবেশে আলোচনা হোক, মমতাও তাই চেয়েছিলেন। কিন্তু ওরা যে অসভ্যতা করেছে তা মানা যায় না।

তবে অসভ্যতাকারীদের যেভাবে মুখ্যমন্ত্রী জবাব দেন তারও প্রশংসা করে কেলগ প্রধান বলেন, মমতার জায়গায় অন্য কেউ হলে হয়তো মঞ্চ ছেড়ে বেরিয়ে যেতেন কিন্তু আমি মুগ্ধ হয়ে দেখলাম কি অসম্ভব দক্ষতায়, – কৌশলে মমতা পরিস্থিতি সামলালেন। সব প্রশ্নের মোক্ষম – জবাব দিলেন। ৩০০ জন দর্শক শ্রোতার মিলিত প্রতিবাদ বুঝিয়ে -দিল মমতার জনপ্রিয়তা এই বিদেশেও ঠিক কোন জায়গায়। মিনিট খানেকের মধ্যে যারা অসভ্যতা করল তারা পালাতে বাধ্য হল।

যদিও এই অপ্রীতিকর ঘটনার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে দুঃখপ্রকাশ করেছেন বলেও জানান তিনি। যদিও সেসব কথায় পাত্তা না দিয়ে ফের আমন্ত্রণ জানালে আসার প্রতিশ্রুতি দিয়েছেন মমতা বলে জানান তিনি।

আরও পড়ুন – শ্রীরামপুরে উদার সাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্ত: এক মাঠে দুর্গাপূজা ও ঈদ – মহরমের মিলন

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

spot_img

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...