Wednesday, November 12, 2025

ভারতের খেলতে আসার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তানের হকি টিম! আসন্ন এশিয়া কাপে অংশ নিতে ভারতে আসবে পাক দল। ভারত এবং পাকিস্তানের ক্রিকেট দল পরস্পরের দেশে না খেলার সিদ্ধান্ত নিয়েছে। যে কারণে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যায়নি ভারতীয় ক্রিকেট দল। এই পরিস্থিতিতে এশিয়া কাপে অংশ নিতে পাকিস্তানের পুরুষ হকি দল ভারতে আসবে।তবে পাকিস্তান হকি দল অগাস্ট-সেপ্টেম্বরে ভারতে এসে এশিয়া কাপ হকিতে অংশ নিতে প্রস্তুতি শুরু করেছে। বিহারের রাজগীরে নতুন তৈরি হওয়া স্টেডিয়ামে আগামী ২৯ অগাস্ট থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত হবে এই হকি প্রতিযোগিতা।

চেন্নাইতে ২০২৩ সালে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকি প্রতিযোগিতাতেও অংশ নিয়েছিল পাকিস্তান। এবারও পাক দলকে ভিসা দিতে প্রস্তুত ভারত। এখানেই ক্রীড়াপ্রেমীদের প্রশ্ন, পাকিস্তান যদি ভারতে এসে হকি এবং অন্যান্য খেলায় অংশ নিতে পারে, তাহলে ক্রিকেট কেন সম্ভব নয়? হকি ইন্ডিয়ার প্রেসিডেন্ট তথা জাতীয় দলের প্রাক্তন তারকা দিলীপ তিরকে বিতর্কে না ঢুকে বললেন, ‘‘ভারত ও পাকিস্তান বিশ্বের যে কোনও প্রান্তে যে কোনও খেলায় মুখোমুখি হোক, সবসময় উত্তেজনা এবং আকর্ষণ থাকবে। অবশ্যই সেই ম্যাচ উপভোগ্য হয়ে ওঠে। আশা করব, রাজগীরে যখন এশিয়া কাপে খেলবে দু’দল। প্রচুর সমর্থক মাঠে এসে হকি উপভোগ করবে।’’

এশিয়া কাপে ভারত-সহ ছ’টি দল খেলবে। পাকিস্তান ছাড়াও মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, জাপান ও চিন অংশ নেবে প্রতিযোগিতায়। বাকি দুই দল এএইচএফ কাপ প্রতিযোগিতার মাধ্যমে বাছাইপর্ব পেরিয়ে মূলপর্বে জায়গা করে নেবে। এশিয়া কাপ হকি ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্ব হিসেবে বিবেচিত হবে। এশিয়া কাপ চ্যাম্পিয়ন দল সরাসরি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে।

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version