Tuesday, December 16, 2025

ওয়াকফ সংশোধনী বিল: কেন্দ্রের বিরুদ্ধে ‘অল আউট’ আক্রমণ চালাবে তৃণমূল সহ বিরোধীরা

Date:

ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে বিরোধী শিবিরের তীব্র প্রতিবাদ শুরু হয়েছে। বুধবার লোকসভায় এই বিলটি পাস করানোর জন্য মরিয়া হয়ে উঠেছে মোদি সরকার। তৃণমূল কংগ্রেসসহ বিরোধী শিবিরের দাবি, এই বিলটি অগণতান্ত্রিক এবং অসাংবিধানিক। প্রধান চ্যালেঞ্জার হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস এই বিলের বিরুদ্ধে সরব হয়েছে।

সংসদীয় সূত্রের খবর অনুযায়ী, বুধবার মোদি সরকারের পক্ষ থেকে লোকসভায় বিলটি পেশ করা মাত্রই প্রতিবাদে সোচ্চার হবেন তৃণমূল কংগ্রেসের দুই সাংসদ, মুখ্য সচেতক কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং আবু তাহের খান। তারা আইনগত দৃষ্টিকোণ থেকে দেখিয়ে দেবেন, কিভাবে মোদি সরকার সংখ্যালঘুদের মৌলিক অধিকার খর্ব করতে উদ্যত হচ্ছে।

তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, যদি লোকসভায় ভোটাভুটি হয়, তাহলে দলের সাংসদরা এই বিলের বিরুদ্ধেই ভোট দেবেন। ইতিমধ্যেই হুইপ জারি করে সকল সাংসদদের লোকসভায় উপস্থিতি বাধ্যতামূলক করা হয়েছে। তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে বিরোধী শিবিরও এই বিলের বিরুদ্ধে সোচ্চার হবে।

তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার দলনেতা ডেরেক ও ব্রায়ান বলেছেন, ওয়াকফ সাংবিধানিক বিষয় হলেও ওয়াকফ সংশোধনী বিলটি পুরোপুরি অসাংবিধানিক। তৃণমূল কংগ্রেস এই বিলটির তীব্র বিরোধিতা করবে।

এদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী বৃহষ্পতি এবং শুক্র দুদিন দেশের বাইরে থাকতে পারেন। তিনি ব্যাঙ্ককের বিমস্টেক সম্মেলনে যোগ দেবেন। প্রধানমন্ত্রী মোদি দেশ ছাড়ার আগেই শাসক শিবির ওয়াকফ সংশোধনী বিল পাস করাতে মরিয়া হয়ে উঠেছে, যেটি নিয়ে তৃণমূল কংগ্রেসসহ বিরোধী শিবির প্রতিবাদ জানাচ্ছে।

মঙ্গলবার, লোকসভার বিষয় উপদেষ্টা কমিটি বা বিএসির বৈঠকে শাসক-বিরোধী সংঘাত দেখা দেয়। বৈঠক থেকে ওয়াক আউট করেছে তৃণমূল কংগ্রেসসহ গোটা বিরোধী শিবির, যার পরেই বিরোধী দলের সাংসদরা সরকারের স্বেচ্ছাচারিতা এবং অগণতান্ত্রিক আচরণের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন।

এদিন কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, “আমরা বৈঠক থেকে ওয়াক আউট করতে বাধ্য হয়েছি। মোদি সরকার আমাদের রাজ্যের বকেয়া নিয়ে কোনও আলোচনা চায় না, এপিক কার্ড নিয়েও আলোচনা হয়নি। এখন তারা গায়ের জোরে ওয়াকফ বিল পাস করাতে চায়।”

বুধবার সন্ধ্যায় বিরোধী শিবিরের মধ্যে বৈঠক হয়, যেখানে তৃণমূল কংগ্রেসের দুই বর্ষীয়ান সাংসদ, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং নাদিমুল হকের প্রস্তাবে সিলমোহর দিয়ে ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে ‘অল আউট’ আক্রমণ করার সিদ্ধান্ত নেয় বিরোধী শিবির।

আরও পড়ুন – ভূমিকম্পে মায়ানমারের প্রাণহানি প্রায় আড়াই হাজার! ধ্বংসের ভয়াবহ চিত্র তুলে ধরল ইসরো

_

 

_

 

_

Related articles

আরজি কর মামলা: অসুস্থতা দেখিয়ে সিবিআই আদালতে অনুপস্থিত আখতার! আগাম জামিন চেয়ে আবেদন হাইকোর্টে

সমন পাঠানো সত্ত্বেও মঙ্গলবার সিবিআইয়ের বিশেষ আদালতে হাজিরা দিলেন না আখতার আলি। আদালতে তাঁর আইনজীবী জানান, অসুস্থতার কারণে...

বিজেপির ওড়িশায় বাঙালি উদ্বাস্তু উচ্ছেদ! কলকাতায় প্রতিবাদ মিছিল

ওড়িশার মালকানগিরি জেলার এমভি-২৬ (MV-26) গ্রামে বাঙালি উদ্বাস্তুদের উপর হামলা ও উচ্ছেদের অভিযোগকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা! ১৯৫৮...

এই জন্যই তৃণমূল বিজেপিকে হারায়: মেসি-ঘটনার সঙ্গে কুম্ভের তুলনা করে বোঝালেন অভিষেক

এক মহাকুম্ভ ঘিরে দুই মৃত্যু মিছিল। বছর ঘুরতে চলল। অথচ আজও তা নিয়ে নীরব ডবল ইঞ্জিন একাধিক সরকার।...

নতুন ‘খুনির সন্ধানে’ মিতিন মাসি: প্রকাশ্যে এলো ট্রেলার আর গান

শীতের আমেজ নিয়ে হৈ হৈ করে প্রকাশ্যে মিতিন মাসির নতুন ছবির প্রথম ঝলক। আধুনিক ছাঁচে রহস্যের জাল ছড়িয়ে...
Exit mobile version