Friday, November 14, 2025

বাংলা বিরোধী বিজেপি, গুজরাটে সাহায্য পাথরপ্রতিমায় নয় কেন, তোপ কুণালের

Date:

বিজেপিকে কেন বহিরাগত বলা হয় ফের তার প্রমাণ মিলল। মঙ্গলের সন্ধ্যায় প্রধানমন্ত্রীর একটি টুইট ভারতীয় জনতা পার্টির (BJP) পক্ষপাতদুষ্ট আচরণের চেহারাটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। কয়েক ঘণ্টার ব্যবধানে দু রাজ্যে বাজি বিস্ফোরণের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। পাথরপ্রতিমার (Patharpratima) বাজি কারখানার বিস্ফোরণ যখন মঙ্গলবার সারাদিন খবরই শিরোনামে থেকেছে তখন কয়েক ঘণ্টার মধ্যেই মোদি রাজ্য গুজরাটের (Narendra Modi State Gujrat ) বনাশকাঁটায় বাজি কারখানায় বিস্ফোরণে একাধিক প্রাণহানি এবং ক্ষয়ক্ষতির খবর এসেছে। অথচ ‘বাংলা বিরোধী বিজেপি’ আর্থিক সাহায্য -সমবেদনা জানিয়েছে গুজরাটে, বাংলা নিয়ে মুখে কুলুপ কেন? প্রধানমন্ত্রীর একচোখামি আচরণের বিরুদ্ধে তোপ দেগে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন তৃণমূল কংগ্রেসের (TMC ) রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)।

নিজের রাজ্যের জন্য মোদির শোক, ক্ষতিপূরণও। কিন্তু বঞ্চিত বাংলা। পাথর প্রতিমার বাজি বিস্ফোরণের ঘটনায় ফের প্রমাণিত এই বিজেপি কতটা বাংলাবিরোধী। নরেন্দ্র মোদির নিজের রাজ্য গুজরাটের বাজি কারখানার দুর্ঘটনায় এখনও পর্যন্ত প্রাণ গিয়েছে ২৫ জনের। আরও বহু মানুষ আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হাসপতালে। এছাড়া অনেকে চাপা পড়ে আছেন ধ্বংসস্তূপের নীচে। চলছে উদ্ধার কাজ, স্বাভাবিকভাবেই বাড়বে মৃতের সংখ্যা। বাংলার পাথরপ্রতিমার ঢোলাহাটে বাজি কারখানার দুর্ঘটনায় ৮ জনের মৃত্যু হয়েছে। আহত আরও কয়েকজন। অথচ মঙ্গলবার প্রধানমন্ত্রী শুধুমাত্র তাঁর নিজের রাজ্য গুজরাতের দুর্ঘটনায় দুঃখ প্রকাশ ও ক্ষতিপূরণের ঘোষণা করেছেন। এখানেই প্রশ্ন উঠেছে, বাংলা কি ভারতবর্ষের বাইরে? মোদি কি দেশের প্রধানমন্ত্রী নাকি একটি অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী! গুজরাট এবং বাংলার দুটো ঘটনাই মর্মান্তিক। সেখানে প্রধানমন্ত্রীর নিজের রাজ্যের কারখানার দুর্ঘটনার জন্য দুঃখপ্রকাশ ও ক্ষতিপূরণ ঘোষণা করতে পারলে বাংলা কী দোষ করল? এখানেও সেই বঞ্চনা? বাংলাতেও তো সেই বাজি কারখানা দুর্ঘটনায় ৮ জনের মৃত্যু হয়েছে। তাঁদের জন্য প্রধানমন্ত্রীর প্রাণ কাঁদল না? অথচ ভোটের সময় তো নিজেকে বাংলার মানুষের কাছের লোক বলে বোঝাতে কোনও খামতি থাকে না! তবে এক্ষেত্রে বিভাজন কেন? এই পক্ষপাতদুষ্ট আচরণ কেন? প্রশ্ন তৃণমুল কংগ্রেসের।

তীব্র কটাক্ষ করে কুণাল ঘোষ পাল্টা এক্স হ্যান্ডেলেই লিখেছেন, ‘পক্ষপাতদুষ্ট প্রধানমন্ত্রী। গুজরাটে বাজি কারখানায় হতাহতদের জন্য প্রধানমন্ত্রীর দরদ-ভরা ট্যুইট ও ত্রাণ তহবিল থেকে ক্ষতিপূরণ। বাংলার বাজি কারখানার দুর্ঘটনায় হতাহতদের কোনও উল্লেখ নেই। এই বিজেপি বাংলাবিরোধী। এই জন্যই এদের বাংলাবিরোধী বলা হয়।’

Related articles

আইপিএলে দলবদল! নিজামের ডেরা থেকে নবাবের শহরে শামি?

ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্টের মধ্যেই চর্চায় আইপিএল(IPL)। শনিবারই রিটেন করা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করবে ফ্র্যাঞ্চাইজিগুলি। তবে শনিবার বিকেলে চমকের...

মমতার পথে হেঁটেই নীতীশের জয়! কী বলছে রাজনৈতিক মহল

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) পথ ধরেই বিহারে নীতীশ কুমারের (Nitish Kumar) সাফল্য। বাংলায় লক্ষ্মীর ভাণ্ডারকে নকল...

কটকে শ্রেয়ার অনুষ্ঠানে ভিড়ের চাপে হুলুস্থুল, জ্ঞান হারালেন একাধিক শ্রোতা

ওড়িশার কটকে (Cuttack, Odissa) অনুষ্ঠান করতে গিয়ে অস্বস্তি সঙ্গীতশিল্পী শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal)। হুলুস্থুল বেঁধে গিয়েছিল কনসার্টে। শ্রোতারাও...

৯৮ বছরে প্রয়াত বিশিষ্ট অভিনেত্রী ও ধর্মেন্দ্রর প্রথম নায়িকা কামিনী কৌশল

প্রয়াত বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কামিনী কৌশল( Kamini Kaushal)। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৮। বর্ষীয়ান এই অভিনেত্রী বহুদিন ধরেই বার্ধক্যজনিত...
Exit mobile version