Friday, August 22, 2025

দুর্দান্ত ছন্দে আছেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)।এবারের আইপিএলে (IPL) মঙ্গলবার লখনউ সুপার জায়ান্টসের (LSG) বিরুদ্ধে খেলতে নেমে দুরন্তভাবে দ্বিতীয় হাফ সেঞ্চুরি করেছেন। মাঠ ছেড়েছেন অপরাজিত হিসেবে।তার এই ফর্ম দেখে স্বাভাবিকভাবেই সামনে চলে এসেছে তার কেকেআর-কেরিয়ারের কথা। গত বছর অধিনায়ক হিসেবে কলকাতা নাইট রাইডার্সের (KKR) জার্সি গায়ে মাঠে নেমেছিলেন শ্রেয়স। আর দলকে জিতিয়েছিলেন খেতাব। তা সত্ত্বেও মহা নিলামে তাকে ধরে রাখেনি নাইট শিবির। দল বদলে এখন তিনি পাঞ্জাব কিংসের হয়ে খেলছেন।

শ্রেয়স আইয়ারকে ২৬.৭৫ কোটি টাকা দিয়ে কিনে নেয় পাঞ্জাব কিংস। তাকেই দেওয়া হয়েছে নেতৃত্বের দায়িত্ব। আর নতুন দলে জার্সিতে তুখোড় নেতৃত্বের পাশাপাশি ব্যাট হাতেও দারুণ ফর্মে শ্রেয়স। প্রথম ম্যাচে অপরাজিত ৯৭ করার পর, দ্বিতীয় ম্যাচে অপরাজিত ৫২ রান এসেছে তাঁর ব্যাট থেকে। পাঞ্জাবও দু’টি ম্যাচ জিতেছে। পরিণত শ্রেয়সকে দেখে মুগ্ধ সুনীল গাভাসকর। প্রাক্তন ভারত অধিনায়ক বলছেন,  কেকেআরের অধিনায়ক হিসাবে শ্রেয়স ২০২৪ আইপিএল জিতেছিল। কিন্তু আমি মনে করি, ওর যে স্বীকৃতি প্রাপ্য ছিল, সেটা পায়নি। অথচ অধিনায়ক হিসাবে শ্রেয়সের রেকর্ড বেশ ভাল।

পাঞ্জাব কিংসের কোচ রিকি পন্টিং আবার শ্রেয়সের তুলনা টেনেছেন রোলস রয়েসের সঙ্গে! পন্টিংয়ের বক্তব্য, আমাদের ক্যাপ্টেন আরও একবার দেখিয়ে দিল, কতটা মসৃণভাবে কাজ শেষ করতে হয়। রোলস রয়েস তৃতীয় গিয়ারেই রইল অধিকাংশ সময়। বাড়তি গতি বাড়ানোর প্রয়োজনই পড়ল না।

যাকে নিয়ে এত উচ্ছ্বাস, সেই শ্রেয়স আবার টানা দ্বিতীয় জয়ের জন্য কৃতিত্ব দিচ্ছেন দলগত প্রয়াসকে। তার বক্তব্য, ‘‘সঠিক কম্বিনেশনের থেকেও বেশি জরুরি হল মাঠে নেমে দলের প্রতিটি সদস্যের নিজেদের কাজটা ঠিকঠাক করা। আমরা সেটা করতে পারছি বলেই পরপর দুটো ম্যাচ জিতলাম। এই দলগত ক্রিকেট বাকি ম্যাচগুলোতেও বজায় রাখতে হবে।

প্রসঙ্গত, যৌথ সম্মতিতে দল ছাড়লেও পরে টিম ম্যানেজমেন্টের বিরুদ্ধে একাধিক ইস্যুতে মুখ খুলেছেন শ্রেয়স। সামনে তুলে ধরেছেন দুটি বড় কারণ।প্রথমত, যোগাযোগের খামতি।দ্বিতীয়ত, যথাযোগ্য সম্মানের অভাব। টিমকে খেতাব জিতিয়েও মালিকপক্ষ তার যোগ্য কদর করেননি। এমনটাই জানিয়েছিলেন শ্রেয়স।

 

Related articles

গৃহস্থের বাড়িতে চুরির দায়ে ধৃত বিজেপি মণ্ডল সভাপতির ভাই সহ ৪ 

বাড়িতে কেউ না থাকার সুযোগ এক গৃহস্থের বাড়িতে চুরি ও লুটপাটের ঘটনায় পুলিশের জালে বিজেপির মণ্ডল সভাপতির ভাই-সহ...

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...
Exit mobile version