Sunday, November 9, 2025

দুর্দান্ত ছন্দে আছেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)।এবারের আইপিএলে (IPL) মঙ্গলবার লখনউ সুপার জায়ান্টসের (LSG) বিরুদ্ধে খেলতে নেমে দুরন্তভাবে দ্বিতীয় হাফ সেঞ্চুরি করেছেন। মাঠ ছেড়েছেন অপরাজিত হিসেবে।তার এই ফর্ম দেখে স্বাভাবিকভাবেই সামনে চলে এসেছে তার কেকেআর-কেরিয়ারের কথা। গত বছর অধিনায়ক হিসেবে কলকাতা নাইট রাইডার্সের (KKR) জার্সি গায়ে মাঠে নেমেছিলেন শ্রেয়স। আর দলকে জিতিয়েছিলেন খেতাব। তা সত্ত্বেও মহা নিলামে তাকে ধরে রাখেনি নাইট শিবির। দল বদলে এখন তিনি পাঞ্জাব কিংসের হয়ে খেলছেন।

শ্রেয়স আইয়ারকে ২৬.৭৫ কোটি টাকা দিয়ে কিনে নেয় পাঞ্জাব কিংস। তাকেই দেওয়া হয়েছে নেতৃত্বের দায়িত্ব। আর নতুন দলে জার্সিতে তুখোড় নেতৃত্বের পাশাপাশি ব্যাট হাতেও দারুণ ফর্মে শ্রেয়স। প্রথম ম্যাচে অপরাজিত ৯৭ করার পর, দ্বিতীয় ম্যাচে অপরাজিত ৫২ রান এসেছে তাঁর ব্যাট থেকে। পাঞ্জাবও দু’টি ম্যাচ জিতেছে। পরিণত শ্রেয়সকে দেখে মুগ্ধ সুনীল গাভাসকর। প্রাক্তন ভারত অধিনায়ক বলছেন,  কেকেআরের অধিনায়ক হিসাবে শ্রেয়স ২০২৪ আইপিএল জিতেছিল। কিন্তু আমি মনে করি, ওর যে স্বীকৃতি প্রাপ্য ছিল, সেটা পায়নি। অথচ অধিনায়ক হিসাবে শ্রেয়সের রেকর্ড বেশ ভাল।

পাঞ্জাব কিংসের কোচ রিকি পন্টিং আবার শ্রেয়সের তুলনা টেনেছেন রোলস রয়েসের সঙ্গে! পন্টিংয়ের বক্তব্য, আমাদের ক্যাপ্টেন আরও একবার দেখিয়ে দিল, কতটা মসৃণভাবে কাজ শেষ করতে হয়। রোলস রয়েস তৃতীয় গিয়ারেই রইল অধিকাংশ সময়। বাড়তি গতি বাড়ানোর প্রয়োজনই পড়ল না।

যাকে নিয়ে এত উচ্ছ্বাস, সেই শ্রেয়স আবার টানা দ্বিতীয় জয়ের জন্য কৃতিত্ব দিচ্ছেন দলগত প্রয়াসকে। তার বক্তব্য, ‘‘সঠিক কম্বিনেশনের থেকেও বেশি জরুরি হল মাঠে নেমে দলের প্রতিটি সদস্যের নিজেদের কাজটা ঠিকঠাক করা। আমরা সেটা করতে পারছি বলেই পরপর দুটো ম্যাচ জিতলাম। এই দলগত ক্রিকেট বাকি ম্যাচগুলোতেও বজায় রাখতে হবে।

প্রসঙ্গত, যৌথ সম্মতিতে দল ছাড়লেও পরে টিম ম্যানেজমেন্টের বিরুদ্ধে একাধিক ইস্যুতে মুখ খুলেছেন শ্রেয়স। সামনে তুলে ধরেছেন দুটি বড় কারণ।প্রথমত, যোগাযোগের খামতি।দ্বিতীয়ত, যথাযোগ্য সম্মানের অভাব। টিমকে খেতাব জিতিয়েও মালিকপক্ষ তার যোগ্য কদর করেননি। এমনটাই জানিয়েছিলেন শ্রেয়স।

 

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version