Thursday, August 21, 2025

ওষুধের দাম বৃদ্ধির কেন্দ্রীয় সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ মমতা, বিক্ষোভ কর্মসূচি ঘোষণা

Date:

কেন্দ্রের মোদি সরকারের জনবিরোধী সিদ্ধান্ত। ১ এপ্রিল থেকে ৭৪৮টি ওষুধের দাম বেড়েছে। এর প্রতিবাদে বুধবার নবান্ন (Nabanna) থেকে সাংবাদিক বৈঠক গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। অবিলম্বে দাম বৃদ্ধি প্রত্যাহারে দাবি জানান তিনি। একই সঙ্গে কেন্দ্রীয় এই জনবিরোধী নীতির প্রতিবাদে তৃণমূলের কর্মসূচিও ঘোষণা করেন দলনেত্রী।

এদিন ওষুধের দাম (Medicine Price) বৃদ্ধি নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, আমি মর্মাহত। সরাসরি কেন্দ্রীয় সরকারকে নিশানা করে তিনি বলেন, সব মিলিয়ে ৭৪৮টি ওষুধ বাড়ানো হয়েছে। এমনকী ক্যান্সারের ওষুধের দাম বৃদ্ধি হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, “স্বাস্থ্যই সম্পদ। তাই রাজ্য সরকার স্বাস্থ্যসাথী থেকে ন্যায্যমূল্যের ওষুধের দোকান করেছি। বিনামূল্যে চিকিৎসা, ওষুধ দিতে গিয়ে রাজ্য সরকারের প্রচুর টাকা খরচ হয়।” ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি ঘোষণা অনুযায়ী, ডায়াবেটিস, হার্ট থেকে শুরু করে ব্লাড থিনার, ব্লাড প্রেশার- এই সব জীবনদায়ী ওষুধের দাম বৃদ্ধি হয়েছে। এই সঙ্গে গ্যাস, হাঁপানি, জ্বর, এইডস-এর মতো ওষুধের দামও বাড়ানো হয়েছে। পাশাপাশি দাম বাড়ছে স্টেন্ট-অর্থোপেডিক চিকিৎসা সরঞ্জামেরও।

কেন স্বাস্থ্যবিমায় জিএসটি? প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রের মোদি সরকারকে নিশানা করে তিনি অভিযোগ করেন, নির্দিষ্ট এক শ্রেণির জন্য এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। কারণ গরিব মানুষ এত দাম দিয়ে ওষুধ কিনতে পারবে না। তাঁর কথায়, “আমি শকড। মানুষ কীভাবে চিকিৎসা করাবে? এক শতাংশ মানুষ, যারা কোটি কোটি টাকা দিয়ে চিকিৎসা করতে পারেন, শুধুই কি তাদের জন্যই সরকার চলবে? আমি এর তীব্র প্রতিবাদ করছি। বর্ধিত দাম প্রত্যাহারের দাবি জানাচ্ছি।”
আরও খবর:গায়ের জোরে জেপিসি-তে পাস, লোকসভায় পেশ সেই ওয়াকফ সংশোধনী

ওষুধের দাম (Medicine Price) বৃদ্ধির প্রতিবাদে পথে নামারও ডাক দিয়েছেন তৃণমূল (TMC) সুপ্রিমো। আগামী শুক্র এবং শনিবার অর্থাৎ ৪ ও ৫ এপ্রিল রাজ্যের প্রতি ব্লক এবং ওয়ার্ডে বেলা ৪টে থেকে ৫টা প্রতিবাদ কর্মসূচির ঘোষণা করেন মমতা (Mamata Banerjee)। তাঁর কথায়, “এখন প্রতিবাদ না করলে স্বাস্থ্য পরিষেবা হাতের বাইরে বেরিয়ে যাবে।”

Related articles

অভিষেকের পেপটকেই ইস্টবেঙ্গল বধ DHFC-র: ফাঁস করলেন মানস ভট্টাচার্য

প্রথমবার ডুরান্ড খেলতে নেমেই বাজিমাতের পথে ডায়মন্ড হারবার এফসি। আর দলের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) পেপটকেই (pep...

আমন্ত্রণ আসেনি: শুক্রবার কী করবেন দিলীপ ঘোষ, অকপট, অভিমানী

কাজের সময় কাজি, কাজ ফুরোলেই পাজি। যে দিলীপ ঘোষের হাত ধরে বঙ্গে বিজেপির উত্থান, শুভেন্দু-সুকান্ত জমানায় সেই দিলীপকেই...

আমি ভুল করলে পিছনে বাবা আছে: প্রথমবার মঞ্চে উঠে আরিয়ানের শাহরুখ-শরণ

নেটফ্লিক্সে ডিরেক্টরিয়াল ডেবিউ আরিয়ান খানের (Aryan Khan)। আন্ধেরির ওয়াইআরএফ (YRF) স্টুডিও-তে তার মেগা রিলিজের ঘোষণার মঞ্চে অকপট আরিয়ান।...

বৃষ্টির হলুদ সতর্কতা! খেলা দেখাচ্ছে বিদায়ী বর্ষা

বৃহস্পতিবার দক্ষিণ বঙ্গের বেশিরভাগ জেলায় বৃষ্টির হলুদ সতর্কতা (yellow alert)। আবহাওয়া দফতরের পূর্বাভাস (forecast) অনুযায়ী আগামী ২৪ ঘণ্টায়...
Exit mobile version