Tuesday, November 11, 2025

জামশেদপুর ম্যাচে মনবীর – আপুইয়ার খেলা নিয়ে অনিশ্চয়তা, জয় নিয়ে আত্মবিশ্বাসী মোলিনা 

Date:

সোমের বিকেলে দলীয় অনুশীলনে মনবীর (Manbir Singh) না থাকায় সন্দেহ বেড়েছিল, আর এক তারকা আপুইয়া আবার প্রস্তুতিতে যোগ দিলেও মাঝপথে মাঠ ছেড়ে বেরিয়ে যান। মঙ্গলবার রাত পর্যন্ত পাওয়া খবর বলছে হয়তো ৩ এপ্রিলের ম্যাচে দুই তারকা প্লেয়ারের কাউকেই পাবে না মোহনবাগান সুপার জায়ান্ট (MBSG) । কিন্তু তা নিয়ে বড়সড়ো চিন্তায় নেই বাগান কোচ। বরং মোলিনা প্রতিপক্ষকে সম্মান জানিয়েও হুঁশিয়ারি দিয়ে রাখলেন। জানিয়ে দিলেন, জামশেদপুর ভাবুক মোহনবাগানকে নিয়ে। সবুজ মেরুন শিবির আদৌ আগামী ম্যাচ নিয়ে চিন্তিত নয়।

জামশেদপুরে গিয়ে এবারের আইএসএলের লিগ পর্বে জিততে পারেনি মোহনবাগান। ম্যাচ ১-১ ড্র হয়। সেই খালিদ জামিলের দলের বিরুদ্ধেই কাপ জয়ের লক্ষ্যে ISL সেমিফাইনাল খেলতে নামছে সবুজ-মেরুন ব্রিগেড। দুরন্ত ছন্দে থাকা আলাদিন আজেরাইদের নর্থইস্ট ইউনাইটেডকে হারিয়ে শেষ চারে জায়গা করে নিয়েছে জামশেদপুর। তবু খালিদের দলকে নিয়ে আলাদা পরিকল্পনা নেই মোহনবাগান কোচের। বুধবার সকালে যুবভারতীতে সকালে অনুশীলন করে দুপুরে টিম বাসে ইস্পাত নগরীতে যাবেন জেমি ম্যাকলারেনরা। মনবীর সিং ও আপুইয়ার চোট নিয়ে অস্বস্তি রয়েছে মোলিনার টিমে। মঙ্গলবারের অনুশীলন যদি ইঙ্গিত হয়, তাহলে মনবীরের সেমিফাইনালের প্রথম লেগ খেলার সম্ভাবনা কার্যত নেই। তবে আপুইয়াকে জামশেদপুরের বিরুদ্ধে খেলানোর একটা মরিয়া চেষ্টা চলছে। মনবীর এদিন অনুশীলনেই নামলেন না। আপুইয়া রিহ্যাবের পাশাপাশি হালকা অনুশীলন করেছেন। বারবার ফিজিও, ট্রেনার, সহকারী কোচেদের সঙ্গে মোলিনাকে কথা বলতে দেখা গিয়েছে আপুইয়ার চোট নিয়ে। কখনও মোলিনা আলাদা করে ফিজিওর সঙ্গেও কথা বলেন। আবার আপুইয়াও চোটের জায়গা দেখান কোচকে। এটা স্পষ্ট, আপুইয়াকে বুধবার সকালে অনুশীলনে দেখে মোহনবাগান কোচ সিদ্ধান্ত নেবেন, তাঁকে জামশেদপুরে নিয়ে যাবেন কি না। মনবীরকে নিয়ে অবশ্য আশা বেশ কম। বিকেলে সাংবাদিক বৈঠকে মোলিনা বলেন, ‘‘দুটো ট্রেনিং সেশনে মনবীর ও আপুইয়াকে দেখেই সিদ্ধান্ত নেবেন। মোলিনা বললেন, ‘‘লিগ আর নক আউট সম্পূর্ণ আলাদা। তবে আমরা সব সময় জেতার চেষ্টা করি। এই ম্যাচেও তার ব্যতিক্রম হবে না। জামশেদপুর সবসময় কঠিন প্রতিপক্ষ। খালিদ ভাল কোচ। তবে কোনও প্রতিপক্ষের বিরুদ্ধেই আমার বিশেষ পরিকল্পনা থাকে না। আমরা নিজেদের নিয়ে পরিকল্পনা করি। ওরা হয়তো আমাদের নিয়ে উদ্বিগ্ন থাকবে। আমরা মোহনবাগান। আমাদের দুর্দান্ত কিছু খেলোয়াড় রয়েছে। লক্ষ্য আমাদের ফাইনাল।’’গ্রেগ স্টুয়ার্ট বললেন, ‘‘মরশুমে আর একটা ট্রফি জিততে চাই। পরের মরশুমের ট্রান্সফার নিয়ে ভাবছি না।’’

 

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...
Exit mobile version