বিশ্বকাপ ট্রফির সঙ্গে ফের মঞ্চে দেখা গেল ২০২২ বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসিকে। লস অ্যাঞ্জেলসের বিএমও স্টেডিয়ামে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে ২০২৬ বিশ্বকাপের প্রচারের অংশ হিসেবে মেসির হাতে উঠল ফুটবলের সর্বোচ্চ পুরস্কার। মঞ্চে অ্যাডিডাসের নীল রঙের ট্র্যাকস্যুট সেট পরে দাঁড়িয়ে ছিলেন লিওনেল মেসি। মুখে লাজুক মিটিমিটি হাসি। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো তার হাতে বিশ্বকাপ ট্রফিটি তুলে দিতেই মেসি যেন লাজুক মানুষ! এত বড় ফুটবল তারকা, দুনিয়া জোড়া যার এত খ্যাতি, যার সামনে পৃথিবীর বেশির ভাগ ফুটবলভক্তই হয়ে পড়েন শিশুর মতো—সেই মেসিই কি না মাত্র ১৪.৪ ইঞ্চি উচ্চতার ৬.১৭৫ কেজি ওজনের ট্রফিটির সামনে লাজুক হয়ে গেলেন। আসলে ওটা যে বিশ্বকাপ ফুটবলের আসল ট্রফি! প্রায় তিন বছর আগে কাতারে যেটা তিনি জিতে নিয়েছিলেন আর্জেন্টিনার জন্য।

ট্রফিটি এতটাই আরাধ্য যে পৃথিবীর যে কোনও ফুটবলারই এই ট্রফির সামনে শিশুর মতো হয়ে যান।মেসি মঞ্চে ট্রফিটি বাঁ হাত দিয়ে এমনভাবে আগলে রাখলেন যেন কোনও বাচ্চা কোলে নিয়েছেন। ইনফান্তিনো তাকে চুমু খেতে বলেছেন ট্রফিতে। বাচ্চাদের মাথা সাপটে দেওয়ার মতো ডান হাত দিয়ে ট্রফিটির মাথায় একবার হাত বুলিয়ে চুমু খান মেসি। করতালির রোল পড়ে চারপাশে। ইনফান্তিনোর মুখেও হাসি। ২০২২ সালের ১৮ ডিসেম্বর কাতারে লুসাইলের মঞ্চে মেসির এই ছবিটাই দেখা গিয়েছিল, যেটা এত দিন পর ফিরে এল লস অ্যাঞ্জেলসের বিএমও স্টেডিয়ামে।

২০২৬ বিশ্বকাপের প্রচারের শুরু হিসেবে অ্যাডিডাসের স্পনসরে ও ফিফার আয়োজনে মেসি ও বিশ্বকাপ ট্রফিকে আবার মিলিয়ে দেওয়া হলো। যেখানে উপস্থিত ছিলেন মেসির ভক্ত ও এনএফএলের দল কানসাস সিটি চিফের কোয়ার্টার ব্যাক প্যাট্রিক মাহোমেসও। বিশ্বকাপ ট্রফিসহ মেসির সঙ্গে মঞ্চে দাঁড়ানোর একটি ছবি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে পোস্ট করে ক্যাপশনে মাহোমেস লিখেছেন, ‘অ্যাডিডাসের সঙ্গে বিশ্বকাপের কিক-অফ।’

–


–


–

–

–

–
–

–

–
–