Thursday, December 4, 2025

‘চলন্ত খাট’ তৈরি করে বিখ্যাত হতে গিয়ে বিপাকে মুর্শিদাবাদের নবাব শেখ

Date:

রাজ্য সড়ক ধরে উদ্দাম গতিতে ছুটে চলেছে একটি খাট, আর তার উপর বসে এক যুবক মাঝে মাঝে কিছু কসরত দেখছেন। এমনই একটি ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, এবং এর ফলে গোটা রাজ্য জুড়ে শোরগোল পড়ে গেছে। অনেক খোঁজখবরের পর জানা গিয়েছে, চলমান ওই খাটটি বানিয়েছেন মুর্শিদাবাদের ডোমকল শম্ভুনগর এলাকার বাসিন্দা নবাব শেখ।

ইদের দিন নিজে তৈরি করা চলন্ত খাট চালিয়ে বিভিন্ন এলাকায় ঘুরে প্রতিবন্ধকতা তৈরি করেন নবাব, যার ফলে স্থানীয় পুলিশ তাকে রাস্তায় বের হতে নিষেধ করেছে।

নবাব, ডোমকলের একটি বেসরকারি স্কুলের গাড়ি চালক, প্রায় এক বছর আগে ভাইরাল হওয়ার স্বপ্নে এই চলন্ত খাট তৈরির পরিকল্পনা করেছিলেন। নবাব জানান, ‘‘ছোটবেলা থেকে আমি পড়াশোনা করতে পারিনি, কিন্তু বিখ্যাত হওয়ার শখ ছিল। তাই বন্ধুবান্ধবদের সহযোগিতায় চলন্ত গাড়ি খাট তৈরি করার চিন্তা আসে।’’ দেড় বছরের কঠোর পরিশ্রমের পর তিনি এই গাড়ি খাট তৈরি করতে সক্ষম হন। খাটটির চারটি চাকা রয়েছে, এবং শোয়ার জন্য যথেষ্ট ব্যবস্থা রয়েছে। খাটের নিচে রয়েছে গাড়ির যাবতীয় কলকব্জা।

কিন্তু বিখ্যাত হতে গিয়ে এখন তিনি সমস্যার সম্মুখীন। ইদের দিন নিজের ভিডিও আপলোড করার পর তার বিরুদ্ধে কপিরাইট কেস দায়ের হয়েছে। নবাব জানান, ‘‘বাংলাদেশের কিছু যুবক আমার ভিডিও ব্যবহার করে নিজেদের সোশ্যাল মিডিয়া পাতায় আপলোড করেছেন এবং তারা দাবি করেছেন যে, ভিডিওটি সেখানে তোলা হয়েছে।’’ নবাবের অভিযোগ, ‘‘এমনকি আমি এই ভিডিও থেকে কোনও অর্থ উপার্জন করতে পারিনি, বরং পুলিশও আমাকে সহায়তা করতে পারছে না।’’ তবে নবাব হতাশ হয়ে বলেন, ‘‘আমি শুধু ভারতবাসীকে নতুন কিছু দেখানোর ইচ্ছা নিয়ে এই গাড়ি খাট তৈরি করেছিলাম। কিন্তু এখন কেউ আমাকে কৃতিত্ব দিচ্ছে না।’’ এই ঘটনায় নবাব শেখের স্বপ্নের মতো একটি উদ্ভাবন এখন চরম সমস্যায় পরিণত হয়েছে।

আরও পড়ুন- বেশি দামে ওষুধ বিক্রি! অভিযুক্ত দোকানের লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি রাজ্যের 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

ক্ষমতার অপব্যবহার! বিজেপি নেত্রীর ফ্ল্যাটে যৌনচক্র

বারাণসীতে বিজেপি নেত্রীর বিরুদ্ধে যৌনচক্র চালানোর অভিযোগ ঘিরে রীতিমত অস্বস্তিতে শীর্ষ নেতৃত্ব। সোমবার বিজেপি নেত্রীর ফ্ল্যাটে হানা দিয়ে...

অমানবিক! অভিযোগ অসুস্থ BLO-র স্ত্রীকে দিয়েই কাজ করাল কমিশন

নির্মমতার চূড়ান্ত নিদর্শন! শারীরিক প্রতিবন্ধকতার কথা জানিয়ে নির্বাচন কমিশনের (Election Commission) কাছে SIR-এর কাজ থেকে অব্যাহতি চেয়েছিলেন কিন্তু...

স্কুল পড়ুয়াদের নিরাপত্তায় নতুন কড়াকড়ি, কঠোর নিয়ম আনছে পরিবহন দফতর 

রাজ্যের বিভিন্ন এলাকায় সাম্প্রতিক পুলকার দুর্ঘটনায় উদ্বেগ বেড়েছে প্রশাসনের শীর্ষমহলে। এর পরেই স্কুলবাহি গাড়ির নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর...

‘চাকরি খেতে’ ডিভিশন বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতের যাওয়ার ভাবনা সিপিএম-বিজেপির! ধুয়ে দিলেন কুণাল

প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Ganguli) রায় খারিজ করে ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বহাল রেখেছে কলকাতা হাই...
Exit mobile version