Friday, August 22, 2025

১ বৈশাখ পশ্চিমবঙ্গ দিবস: তৃণমূল নেতাকর্মীদের সাড়ম্বরে পালনের নির্দেশ রাজ্য নেতৃত্বের

Date:

লোকসভা নির্বাচনের আবহে প্রথমবার পশ্চিমবঙ্গ দিবস (Paschimbanga Divas) পালিত হয়নি সাড়ম্বরে। তবে দ্বিতীয়বার গোটা রাজ্যে এই দিবসকে যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করার নির্দেশ জারি তৃণমূল রাজ্য নেতৃত্বের। রাজ্য সভাপতি সুব্রত বক্সির (Subrata Bakshi) জারি করা বিজ্ঞপ্তিতে একাধিক নির্দেশিকা তৃণমূল নেতাকর্মীদের জন্য।

সমাজের সব স্তরের মানুষের মতামত নিয়ে ১ বৈশাখকে (Poila Boisakh) পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত বিধানসভায় গৃহীত হয়। ২০২৪-এর ১ বৈশাখ সেই অনুযায়ী প্রথমবার পশ্চিমবঙ্গ দিবস পালিত হয়। তবে নির্বাচনী আচরণবিধি থাকায় রবীন্দ্র সদনের সামনে ক্যাথিড্রাল রোডে সরকারিভাবে শুধু সেই দিবস পালিত হয়। এবছর রাজ্যের প্রতিটি জেলা, ব্লক থেকে বুথস্তরে পশ্চিমবঙ্গ দিবস পালনের নির্দেশ জারি সুব্রত বক্সির।

রাজ্য নেতৃত্বের জারি করার নির্দেশিকায় জানানো হয়েছে, যেন গোটা রাজ্যে উপযুক্ত হোর্ডিং, ব্যানার দিয়ে এই দিবস পালনের ঘোষণা করা হয়। নববর্ষ উৎসব (Nababarsha) ও পশ্চিমবঙ্গ দিবস (Paschimbanga Divas) পালনের উৎসব সম্মিলিতভাবে পালনের নির্দেশ দেওয়া হয়েছে। বর্ণাঢ্য শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বাংলার মনীষীদের প্রতি শ্রদ্ধার্ঘ্য, রক্তদান উৎসব ইত্যাদি জনহিতকর কর্মসূচির মধ্যে দিয়ে দিবস পালনের নির্দেশ দেওয়া হয়েছে। সে ক্ষেত্রে প্রত্যেক উৎসব রাজ্য সংগীত ‘বাংলার মাটি বাংলার জল’-এর মধ্যে দিয়ে শুরু করতে হবে এবং জাতীয় সংগীতের (National Anthem) মাধ্যমে শেষ করতে হবে, এমন নির্দেশ জারি হয়েছে।

এই অনুষ্ঠানে বিশেষভাবে স্থানীয় ছোটদের এবং সর্বোপরি কিশোর কিশোরীদের যুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। সেখানে বাংলার অস্মিতার ওপর আলোকপাত করে তাদের উদ্বুদ্ধ করার বার্তা দেওয়া হয়েছে। নির্দেশিকায় অনুষ্ঠানে স্থানীয় বিশিষ্ট ব্যক্তিদের সম্মানিত (felicitation) করারও নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য নেতৃত্বের তরফে।

Related articles

আস্থা কোথায়? প্রধানমন্ত্রীর সভার দিন বুঝিয়ে দিলেন দিলীপ, কটাক্ষ তৃণমূলের

দৃশ্য এক, বিজেপির নক্ষত্রখচিত মঞ্চ। মালা, উত্তরীয়তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) বরণ করছেন একের পর এক বঙ্গবিজেপির...

বাংলা বিদ্বেষীকে পাশে বসিয়ে বাঙালি প্রেম! মোদির দ্বিচারিতাকে ধুইয়ে দিল তৃণমূল

বাংলায় এলেই বাংলা ভাষায় বক্তৃতা। এ তো নরেন্দ্র মোদির রেওয়াজ হয়েছেই। সম্প্রতি তিনি উত্তর ভারতের গোবলয়ের দেব-দেবী ছেড়ে...

রায় বেরোনোর পরেই জয়েন্টের তালিকা প্রকাশ: বোর্ডের কৃতিত্বে আনন্দ প্রকাশ মুখ্যমন্ত্রীর

কলকাতা হাই কোর্ট ওবিসি সংক্রান্ত যে জট দীর্ঘদিন ধরে পাকিয়ে রাখার চেষ্টা করে চলেছিল, শুক্রবার তা প্রতিহত হয়...

বাঙালি স্বাধীনতা সংগ্রামীর পেনশনের আবেদনও খারিজ! আদালতে মুখ পুড়ল কেন্দ্রের

ইতিহাসকে বিকৃত করার বিজেপি-আরএসএসের যৌথ পরিকল্পনায় চরম দুর্দশা বাঙালি স্বাধীনতা সংগ্রামীদের। নরেন্দ্র মোদি মুখে বাঙালি বিপ্লবীদের নাম নিলেও...
Exit mobile version