Sunday, August 24, 2025

১ বৈশাখ পশ্চিমবঙ্গ দিবস: তৃণমূল নেতাকর্মীদের সাড়ম্বরে পালনের নির্দেশ রাজ্য নেতৃত্বের

Date:

লোকসভা নির্বাচনের আবহে প্রথমবার পশ্চিমবঙ্গ দিবস (Paschimbanga Divas) পালিত হয়নি সাড়ম্বরে। তবে দ্বিতীয়বার গোটা রাজ্যে এই দিবসকে যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করার নির্দেশ জারি তৃণমূল রাজ্য নেতৃত্বের। রাজ্য সভাপতি সুব্রত বক্সির (Subrata Bakshi) জারি করা বিজ্ঞপ্তিতে একাধিক নির্দেশিকা তৃণমূল নেতাকর্মীদের জন্য।

সমাজের সব স্তরের মানুষের মতামত নিয়ে ১ বৈশাখকে (Poila Boisakh) পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত বিধানসভায় গৃহীত হয়। ২০২৪-এর ১ বৈশাখ সেই অনুযায়ী প্রথমবার পশ্চিমবঙ্গ দিবস পালিত হয়। তবে নির্বাচনী আচরণবিধি থাকায় রবীন্দ্র সদনের সামনে ক্যাথিড্রাল রোডে সরকারিভাবে শুধু সেই দিবস পালিত হয়। এবছর রাজ্যের প্রতিটি জেলা, ব্লক থেকে বুথস্তরে পশ্চিমবঙ্গ দিবস পালনের নির্দেশ জারি সুব্রত বক্সির।

রাজ্য নেতৃত্বের জারি করার নির্দেশিকায় জানানো হয়েছে, যেন গোটা রাজ্যে উপযুক্ত হোর্ডিং, ব্যানার দিয়ে এই দিবস পালনের ঘোষণা করা হয়। নববর্ষ উৎসব (Nababarsha) ও পশ্চিমবঙ্গ দিবস (Paschimbanga Divas) পালনের উৎসব সম্মিলিতভাবে পালনের নির্দেশ দেওয়া হয়েছে। বর্ণাঢ্য শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বাংলার মনীষীদের প্রতি শ্রদ্ধার্ঘ্য, রক্তদান উৎসব ইত্যাদি জনহিতকর কর্মসূচির মধ্যে দিয়ে দিবস পালনের নির্দেশ দেওয়া হয়েছে। সে ক্ষেত্রে প্রত্যেক উৎসব রাজ্য সংগীত ‘বাংলার মাটি বাংলার জল’-এর মধ্যে দিয়ে শুরু করতে হবে এবং জাতীয় সংগীতের (National Anthem) মাধ্যমে শেষ করতে হবে, এমন নির্দেশ জারি হয়েছে।

এই অনুষ্ঠানে বিশেষভাবে স্থানীয় ছোটদের এবং সর্বোপরি কিশোর কিশোরীদের যুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। সেখানে বাংলার অস্মিতার ওপর আলোকপাত করে তাদের উদ্বুদ্ধ করার বার্তা দেওয়া হয়েছে। নির্দেশিকায় অনুষ্ঠানে স্থানীয় বিশিষ্ট ব্যক্তিদের সম্মানিত (felicitation) করারও নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য নেতৃত্বের তরফে।

Related articles

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...

ফলতা প্রাথমিক বিদ্যালয়ে ইলিশ উৎসব, পড়ুয়াদের জন্য পাতে ভাপা–ভাজা ইলিশ

বাজারে ইলিশের যা আগুন ছোঁয়া দাম তাতে উচ্চবিত্তদেরই পাতে ইলিশ জোটাতে হিমশিম খাওয়ার জোগাড়। কিন্তু সেই  দুর্মূল্যের বাজারেই...
Exit mobile version